হাওড়া, 18 অক্টোবর: আলোর উৎসব মানেই দীপাবলি (Kali Puja 2022) ৷ একসময় দীপাবলি মানেই বাড়ির উঠোনে জ্বলত মাটির প্রদীপ ৷ চিনা লাইট বাজার দখলের পর থেকেই মার খাচ্ছে এই মাটির প্রদীপ ৷ যদিও অন্যের বাড়ি আলোতে ভরিয়ে তুললেও নিজেদের জীবনে নেমে এসেছে অমনিশার কালো আঁধার। আর সেই আঁধারে ডুবে যাচ্ছে তিলে তিলে হাওড়া শহরের হাতেগোনা কয়েকটি মাটির প্রদীপ তৈরির মৃৎশিল্পীদের জীবন (Chinese lights spell darkness for traditional potters in Diwali)। এভাবেই মিলে গিয়েছে বাংলার প্রচলিত প্রবাদ বাক্য 'প্রদীপের তলা অন্ধকার'।
আর মাত্র 6 দিন বাকি। আর তারপরই সারা দেশ-সহ এই রাজ্যের বাসিন্দাদের গৃহ আলোর রোশনাইয়ে ঝলমলিয়ে উঠবে। চলতি মাসের 24 অক্টোবর দীপাবলি ৷ অমাবস্যার অন্ধকারকে দূরে সরিয়ে, আলো জ্বেলে মা কালী ও দীপান্বিতা লক্ষ্মীর আরাধনাতে ব্রতী হবে সনাতন সমাজ। কিন্তু যাঁদের হাত দিয়ে তৈরি এই মাটির প্রদীপ উৎসবকে আলোকিত করবে সেই মৃৎশিল্পীদের ঘরই এখন অন্ধকার। গত কয়েক বছর ধরে গৃহস্থরা ঝুঁকেছেন তুলনায় সস্তা এবং বাহারি বৈদ্যুতিক আলোর দিকে। মাটির প্রদীপের কদর কমতে থাকায় এই কাজ ছেড়ে অনেকেই এখন অন্য পেশার দিকে ঝুঁকছেন।