হাওড়া, 22 জানুয়ারি : হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সাড়ে দশ লক্ষ টাকা-সহ আটক করল আরপিএফ (One Person Arrest with Cash in Howrah Station)। ধৃতকে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে । সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হাওড়া স্টেশনে তল্লাশি চালাচ্ছে আরপিএফ । গতকাল রাত সাড়ে বারোটার সময় তেমনি তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে দশ লক্ষ টাকা উদ্ধার হয় । সন্দেহজনক আচরণের জেরে ওই ব্যক্তিকে আটক করা হয় । এর পর ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং মেশিনে পরীক্ষা করা হলে টাকা উদ্ধার হয় ।
আরপিএফ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ রাজীব মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি 10 নং প্ল্যাটফর্মের সোজাসুজি প্রবেশদ্বার দিয়ে স্টেশন চত্বরে ঢোকেন । তাঁর সন্দেহজনক আচরণ দেখে, উপস্থিত আরপিএফ তাঁর ব্যাগ ব্যাগেজ স্ক্যানারে স্ক্যান করে । যেখানে ব্যাগের ভিতরে টাকার মতো বস্তু ডিটেক্ট করে । এর পরেই ব্যাগ খুলতে নোটের বান্ডিল বেরিয়ে আসে (Cash Recover in Howrah Station)। জানা যায়, ব্যাগের মধ্যে নগদ দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে । তবে, ওই টাকা কিসের জন্য নিয়ে যাচ্ছিলেন ? কোথায় নিয়ে যাচ্ছিলেন ? সেসব প্রশ্নের কোনও জবাব বা প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় ওই ব্যক্তিকে আটক করে আরপিএফ ।