পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সাঁকরাইলে BJP কর্মীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ - BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যু

সাঁকরাইলে BJP কর্মীর মৃতদেহ ঘিরে উত্তেজনা ৷ স্থানীয়দের দাবি খুন করা হয়েছে ওই BJP কর্মী ৷ পুলিশ যদিও এখনই মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে কিছুূ বলতে পারেনি ৷

bjp workers death
উদ্ধার BJP কর্মীর মৃতদেহ

By

Published : Feb 24, 2020, 1:50 PM IST

সাঁকরাইল,24 ফেব্রুয়ারি : হাওড়ার সাঁকরাইলে BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ৷ মৃতের নাম শেখর মালিক (44) । বাড়ি সাঁকরাইল থানা এলাকার বাণীপুর শিবতলার । স্থানীয় সূত্রে খবর, শেখর মালিক বাসুদেবপুরের BJP-র মণ্ডল কর্মী ছিলেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবরাত্রি উপলক্ষ্যে বাণীপুর অধিকারী পাড়ায় শিব-দুর্গার পুজো উপলক্ষ্যে গতরাতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় । রাত 11টা নাগাদ খিচুড়ি প্রসাদ বাড়িতে রেখে ফের মণ্ডপে চলে যান তিনি । এরপর আজ সকালে বাড়ি থেকে 50 মিটার দূরে রাস্তার উপর শেখর মালিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ মৃতের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷

এদিকে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন । পুলিশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পরই মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ । এই ঘটনা প্রসঙ্গে হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার সাউথ জবি থমাস জানান, "সকালে ওই এলাকা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ মৃ ব্যক্তিকে সনাক্ত করা গিয়েছে। তবে খুন কি না তা এখনও স্পষ্ট নয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে তার ভিত্তিতে তদন্ত শুরু হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব চলছে।"

অন্যদিকে BJP-র দাবি, CAA ও NRC-র প্রচারে অগ্রণী ভূমিকা ছিল ওই কর্মীর। তাই রাজনৈতিক ফায়দা তুলতে শাসকদলের লোকজন তাঁকে খুন করেছে ।

স্থানীয় BJP নেতা উমেশ মালিকের অভিযোগ, "এই BJP কর্মী এলাকায় খুবই সক্রিয় ছিলেন । শাসকদল এর আগে আমাকেও উজ্জ্বলা যোজনায় মিথ্যা অপরাধে জেল খাটিয়েছিল । এই খুনের ঘটনায় আমরা শাসকদলের হাত দেখতে পাচ্ছি ।" জেলার আর এক নেতা অলোক দুবের অভিযোগ, "এই বুথে লোকসভায় BJP লিড পেয়েছিল । এখানে সংগঠন গড়ে তুলতে সক্রিয় ছিলেন তিনি । "

ABOUT THE AUTHOR

...view details