পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তৃণমূল নামক বস্তুটা রাজনৈতিক বাজার থেকে অবলুপ্তির পথে: ভারতী - হাওড়া

হাওড়ায় CAA ও NRC সমর্থনে মিছিল ও সভা করলেন BJP নেত্রী ভারতী ঘোষ ।

BJP leader bharati ghosh
হাওড়ায় CAA ও NRC সমর্থনে মিছিল

By

Published : Feb 11, 2020, 6:06 AM IST

হাওড়া, 10 ফেব্রুয়ারি: CAA নিয়ে বোঝাতে ইতিমধ্যেই পথে নেমেছে BJP নেতৃত্ব । তারই অংশ হিসেবে গতকাল হাওড়ায় মিছিল করলেন ভারতী ঘোষ । মিছিল শুরু হয় হাওড়ার কামারডাঙা থেকে । চলে পাওয়ার হাউজ় পর্যন্ত । মিছিলে ছিলেন হাওড়া সদরের BJP নেতা সুরজিৎ সাহা সহ অন্যরা ।

মিছিল শেষে পাওয়ার হাউজ়ে একটি সভার আয়োজন করা হয়েছিল । সেখানে ভারতী ঘোষ বলেন, "তৃণমূল নামক বস্তুটা রাজনৈতিক বাজারে অবলুপ্তির পথে । তোলাবাজি ও গুন্ডামি ছাড়া আর কোনও কাজ নেই । সন্ত্রাস এবং ভয় দেখিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ।"

প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে তিনি বলেন, "পুলিশের সময় নেই । দলদাসে পরিণত হয়েছে তারা । গ্রামেগঞ্জে, শহরে BJP নেতা-কর্মীকে পেলেই কীভাবে মিথ্যে মামলায় ফাঁসানো যায় তার ফন্দী আঁটছে । হয়রান করছে । সভা-মিছিলের অনুমতি না দিয়ে রাস্তা থেকে টেনে নিয়ে যাওয়াই তার কাজ । মিথ্যে কেসের রেজিস্ট্রেশন করছে ।"

পুলিশের কার্যক্ষমতা নিয়ে ভারতী ঘোষ বলেন, "পুলিশের সময় নেই ধর্ষণ বন্ধ করা কিংবা ধর্ষকদের ধরা । আইনরক্ষার কাজ করার মতো সময় তাদের নেই । পুলিশ কেবলমাত্র রাজনৈতিক একটা বস্তুতে পরিণত হয়েছে ।"

দিল্লিতে ভোটের ফলাফল কী হতে চলেছে ? তার উত্তরে তিনি জানিয়ে দেন, "ভারতীয় জনতা পার্টি হার-জিতের জন্য রাজনীতি করে না । কিছু মূল্যবোধের উপর ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে । হার-জিত বড় কথা নয় । ভারতকে পৃথিবীর সেরা দেশ হিসেবে চিহ্নিত করতে যে পদক্ষেপ করার প্রয়োজন তা নরেন্দ্র মোদির সরকার নির্ভয়ে মাথা উঁচু করে করছে । তার জন্য আমরা ফলাফলের পরোয়া করি না ।"

ABOUT THE AUTHOR

...view details