হাওড়া,11 ডিসেম্বর : মালদা, উত্তর 24 পরগনার পর এবার হাওড়া । ফের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে । এরপরই পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা । হাওড়া জেলার মাকরদহ-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।
মাকরদহ- 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল সর্দারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি এবং কাটমানির অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা । এরপর পঞ্চায়েত অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ।
বিজেপির জগৎবল্লভপুর 3 নম্বর মণ্ডল সভাপতি শোভন নস্কর অভিযোগ করেন, এই পঞ্চায়েত এলাকার 206 নম্বর বুথে মালতি বাগ নামে এক মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করেন পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান ওই মহিলার থেকে 4 দফায় 1 লাখ 37 হাজার 50 টাকা নিয়েছেন । শুধু তাই নয় 4 দফায় টাকা নেওয়ার পর ওই মহিলা ঘর পাননি। তাঁর পুরানো ঘর নতুন করে তৈরি হয়নি। অথচ প্রকল্পের টাকা প্রধান দিয়ে দিয়েছেন জব কার্ড অনুযায়ী।