উলুবেড়িয়া, ৩১ মার্চ : সরকারি বাতিস্তম্ভে মুখ্যমন্ত্রী ও বিদায়ী সাংসদ সাজদা আহমেদের ছবি ঘিরে দেখা দিল বিতর্ক। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে যুব মোর্চা।
বাতিস্তম্ভে মুখ্যমন্ত্রীর ছবি, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ - নির্বাচনী আচরণবিধি ভঙ্গ
সরকারি বাতিস্তম্ভে মুখ্যমন্ত্রী ও বিদায়ী সাংসদ সাজদা আহমেদের ছবি ঘিরে দেখা দিল বিতর্ক। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে যুব মোর্চা।
বাতিস্তম্ভে মুখ্যমন্ত্রী ও বিদায়ী সাংসদ সাজদা আহমেদের ছবি
যুব মোর্চার হাওড়া গ্রামীণের সহ সভাপতি অমিত ব্যানার্জির অভিযোগ, উলুবেড়িয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়া হরিসেবা মাঠের কাছে এখনও বাতিস্তম্ভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সাংসদ সাজদা আহমেদের ছবি দেওয়া ব্যানার লাগানো রয়েছে। যা সম্পূর্ণ বেআইনি ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে।
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।