বেলুড়, 26 ডিসেম্বর : এবারের কল্পতরু উৎসবে ভক্তদের জন্য আশ্রমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে । আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হলেও তা হবে ভক্তদের বাইরে রেখেই ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কোরোনা পরিস্থিতি এখনও একই রকম । তাই আমাদের আশ্রমের অনুরাগীদের সুরক্ষার জন্য সকলের প্রবেশেই নিষেধাজ্ঞা জারি করা হল ।" এছাড়াও, 1 জানুয়ারি বেলুড় মঠে না এসে বাড়িতে থেকেই উৎসব পালনের জন্য় জনসাধারণকে অনুরোধ করলেন মঠের মহারাজ ।