হাওড়া, 17 অক্টোবর : দুর্গাপুজোয় ভক্তসমাগম বাড়লে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা ছিল । তাই গত রবিবার বন্ধ হয়ে গিয়েছিল বেলুড় মঠের দরজা । পুজো মিটতেই, এক সপ্তাহ পর ফের খুলে দেওয়া হল মঠের দরজা । তাতেই রবিবার থেকে ফের ভক্ত সমাগম শুরু হয়েছে সেখানে ।
তবে দুর্গাপুজোয় বন্ধ থাকলেও, আসন্ন লক্ষ্মীপুজো এবং কালীপুজোয় খোলাই থাকছে বেলুড় মঠ । সেই সময় কোভিড বিধি মেনে সকাল 8টা থেকে বেলা 11টা এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত মঠে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ ৷ তবে আগামী 9 এবং 10 নভেম্বর ছটপুজোয় বেলুড় মঠের দরজা সম্পূর্ণ বন্ধ রাখা হবে ৷ গঙ্গার ঘাটে ছট পুজোয় অনুমতি দিলে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে বলে গত বছরও ছটপুজোয় বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ ৷
আরও পড়ুন: Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ