পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জামিনে মুক্ত বলবিন্দর সিং - জামিনে মুক্ত বলবিন্দর সিং

জামিনে মুক্ত বলবিন্দর সিং । আড়াই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে ।

বলবিন্দর সিং
বলবিন্দর সিং

By

Published : Oct 19, 2020, 6:33 PM IST

Updated : Oct 19, 2020, 9:42 PM IST

হাওড়া, 19 অক্টোবর : জামিন পেলেন যুব মোর্চার নবান্ন অভিযান থেকে ধৃত বলবিন্দর সিং । আজ তাঁকে হাওড়া আদালতের CJM-এর এজলাসে পেশ করা হয়। আড়াই হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক । ওই একই মামলায় প্রিয়াংশু পান্ডে এবং আনন্দ সোনকারের দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । কয়েকদিন আগে বলবিন্দরের স্ত্রী তাঁর স্বামীর মুক্তি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন ।

15 অক্টোবর হাওড়া সিটি পুলিশের টুইটার হ্যান্ডেলে বলবিন্দর সিংয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত ছবি পোস্ট করা হয়েছিল । তদন্ত চলাকালীন কোনও ঘটনার তথ্যপ্রমাণ কীভাবে পুলিশ সোশাল মিডিয়ায় শেয়ার করতে পারে সেই নিয়ে ভর্ৎসনা করেন বিচারক ।

যুব মোর্চার নবান্ন অভিযানের সময় হাওড়া ময়দানে বলবিন্দর সিংয়ের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ । সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তাঁর পাগড়ি খুলে যায় । ঘটনায় শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করে দিল্লির শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটি । কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা দাবি করেন, পুলিশ 295 ধারায় মামলা শুরু করুক ।

কী বলছেন বলবিন্দরের আইনজীবী ?

তিনি আরও বলেন, তৃণমূল এবং BJP-র মধ্যে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে বলবিন্দর সিংকে নিয়ে টানা-হেঁচড়া করা হচ্ছে । এ ব্যাপারে রাজনীতি হোক তাঁরা তা চান না । তাঁরা শুধু বলবিন্দর এবং তাঁর পরিবারের সদস্যরা যাতে বিচার পান সেই চেষ্টাই করছেন।

এরপর নবান্নের সামনে ভুখা হরতালের হুঁশিয়ারি দেন বলবিন্দরের স্ত্রী । পরে শিখ প্রতিনিধিদলের সঙ্গে রাজ্যের পুলিশ আধিকারিকদের বৈঠকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেলে । অবশেষে আজ হাওড়া আদালতে বলবিন্দর সিংকে আড়াই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দেওয়া হয় ।

Last Updated : Oct 19, 2020, 9:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details