পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

75th Year of Independence: ‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ কর্মসূচি, হাওড়ায় ‘নেতাজি এক্সপ্রেস’এর ফ্ল্যাগ অফ - Diamond Jubilee of Independence

স্বাধীনতার 75 বছরের মহৎসব (75th Year of Independence) উপলক্ষে ভারতীয় রেলের বিশেষ উদ্যোগ ৷ স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত 75টি স্টেশন এবং 27টি ট্রেনকে নিয়ে ‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ কর্মসূচি পালন (Azadi Ki Rail Gaari Aur Stations Programme by Indian Rail) ভারতীয় রেল বোর্ডের ৷ যেখানে এই স্টেশন এবং ট্রেনগুলির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়েছে ৷

http://10.10.50.85//west-bengal/19-July-2022/wb-hwh-01-indianrailway-wb10026_19072022090418_1907f_1658201658_324.jpg
http://10.10.50.85//west-bengal/19-July-2022/wb-hwh-01-indianrailway-wb10026_19072022090418_1907f_1658201658_324.jpg

By

Published : Jul 19, 2022, 12:09 PM IST

হাওড়া, 19 জুলাই: ‘আজাদি কা অমৃত মহৎসব’ (Azadi Ka Amrit Mahotsav) অর্থাৎ, স্বাধীনতার 75 বছরে বিশেষ কর্মসূচি পালন ভারতীয় রেলের (75th Year of Independence) ৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাওড়া-কালকা মেল তথা ‘নেতাজি এক্সপ্রেসে’র ফ্ল্যাগ অফ করল রেল ৷ ভারতীয় রেল বোর্ড 18-23 জুলাই এক সপ্তাহ ব্যাপী ‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ এই কর্মসূচি পালন করছে (Azadi Ki Rail Gaari Aur Stations Programme by Indian Rail) ৷ যেখানে ভারতীয় রেলের তরফে দেশের বিভিন্ন স্টেশনের গুরুত্ব তুলে ধরা হচ্ছে ৷ 75টি স্টেশন এবং 27টি ট্রেনকে এর আওতায় আনা হয়েছে ৷

তেমনই হাওড়া-কালকা মেলকে স্বাধীনতার হীরক জয়ন্তীতে (Diamond Jubilee of Independence) সামিল করা হয়েছে ৷ ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে হাওড়া-কালকা মেলের যোগ অত্যন্ত গভীর ৷ ব্রিটিশদের নজরদারি এড়িয়ে বিহার থেকে হাওড়া-কালকা মেল (Howrah-Kalka Mail) ধরে উত্তর ভারত হয়ে দেশ ছেড়েছিলেন তিনি ৷ তার পরের ইতিহাস কমবেশি সকল ভারতীয়ের জানা ৷ সেই সূত্রেই ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তিতে গতকাল রাতে হাওড়া-কালকা মেলের ফ্ল্যাগ অফ করেন ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও বিনয় কুমার ত্রিপাঠী এবং হাওড়ার ডিআরএম ৷

প্রসঙ্গত, 2021 সালের 19 জানুয়ারি ভারতীয় রেলমন্ত্রক হাওড়া-কালকা মেলের নামকরণ ‘নেতাজি এক্সপ্রেস’ করে ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানিয়ে ভারতের স্বাধীনতার ইতিহাসে জড়িত থাকা হাওড়া-কালকা মেলের নামকরণ ‘নেতাজি এক্সপ্রেস’ করা হয় ৷ তৎকালীন রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেলের সেই বিজ্ঞপ্তিটি টুইটও করেছিলেন ৷

আরও পড়ুন:Bharat Darshan Train : একসফরে পঞ্চজ্যোতির্লিঙ্গ ভ্রমণের সুযোগ, দুর্গাপুর থেকে যাত্রা শুরু ভারত দর্শন ট্রেনের

এ দিন রেল বোর্ডের চেয়ারম্যান তথা সিইও বিনয় কুমার ত্রিপাঠি জানান, ‘আজাদি কি অমৃত মহৎসব’ এর অংশ হিসাবে ‘স্বাধীনতার রেলগাড়ি ও স্টেশন’ এই কর্মসূচিতে ভারতের স্বাধীনতার গৌরবময় ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরা হচ্ছে ৷ যা কি না নতুন প্রজন্মের কাছে উৎসাহব্যঞ্জক হবে ৷ এই সপ্তাহ পালনের মধ্যে দিয়ে দেশের 24টি রাজ্যের 75টি স্টেশনের 27টি ট্রেনকে বেছে নেওয়া হয়েছে ৷’’

স্বাধীনতার 75 বছরে ‘স্বাধীনতার রেলগাড়ি এবং স্টেশন’ কর্মসূচি

বিনয় কুমার ত্রিপাঠি জানিয়েছেন, প্রতিটি রাজ্যের আঞ্চলিক ভাষায় নাটক, ভিডিয়ো, চলচ্চিত্র ও ছবির মাধ্যমে সেই সব স্টেশন এবং ট্রেনগুলির মাহাত্ম্য তুলে ধরা হবে ৷ নেতাজি এক্সপ্রেসের মতো বাকি 26টি ট্রেনকেও দেশের স্বাধীনতা সংগ্রামীদের নামে নামাঙ্কিত করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details