হাওড়া, 18 মার্চ: কলকাতায় প্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সতর্ক হাওড়া প্রশাসন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সত্যবালা আইডি হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড । মোট 10টি বেড যুক্ত এই হাসপাতাল আজ ঘুরে দেখেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । হাসপাতালে পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আলোচনা করেন হাসপাতাল সুপারের সঙ্গে । প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রাখা হয়েছে কিনা তা জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ।
কোরোনা রুখতে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে মন্ত্রী - জয়সওয়াল হাসপাতাল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সত্যবালা আইডি হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড । মোট 10টি বেডযুক্ত এই হাসপাতাল আজ ঘুরে দেখেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।
বেলেঘাটা আইডি হাসপাতালের পর দ্বিতীয় বৃহত্তম আইডি হাসপাতাল সত্যবালা আইডি হাসপাতাল ৷ মন্ত্রী অরূপ রায় পরিদর্শনের পর জানান, ‘‘সত্যবালা আইডি হাসপাতালকে পুরোপুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে কোরোনার চিকিৎসার জন্য । চিকিৎসকেরাও সর্বতভাবে প্রস্তুত রয়েছে রোগের মোকাবিলায় ।’’
তবে সত্যবালা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলার জন্য বন্ধ করে দেয়া হয়েছে পুরুষদের ডায়ারিয়া বিভাগ । ফলে বহু রোগীকেই ফিরে যেতে হচ্ছে হাসপাতাল থেকে । যদিও এই নিয়ে মন্ত্রী অরূপ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘কোনও রোগী চিকিৎসার অভাবে ফিরে যাবেন না । সত্যবালা আইডির বিকল্প হিসাবে প্রস্তুত রাখা হয়েছে পার্শ্ববর্তী জয়সওয়াল হাসপাতাল এবং হাওড়া জেলা হাসপাতাল । এখান থেকে ফিরিয়ে দেওয়া ডায়ারিয়া আক্রান্ত পুরুষ রোগীদের এই দুই হাসপাতালে চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া আছে সরকারের তরফে ।