হাওড়া, 24 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitmen Scam) মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সহযোগী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) গ্রেফতার হতেই প্রবল বিড়ম্বনায় পড়েছে হাওড়ার (Howrah) ডোমজুড়ের ঘোষপাড়ার মুখোপাধ্য়ায় পরিবার ৷ এই পরিবারের অন্যতম সদস্য স্মৃতি মুখোপাধ্য়ায় (Smriti Mukherjee) সম্পর্কে অর্পিতার মাসি ৷ এলাকায় কান পাতলে শোনা যায়, অর্পিতার সৌজন্যেই নাকি সুদিন দেখেছেন এই পরিবারের সদস্যরা ! স্মৃতি নিজে জানিয়েছেন, তাঁর ছেলে রাজ্য সরকারের আওতাভুক্ত কোনও সংস্থায় কাজ করেন ৷ চাকরি পেয়েছেন 2012 সালে ৷ তবে, ছেলের কর্মস্থল সম্পর্কে নির্দিষ্ট কোনও ধারণা নেই বৃদ্ধার ৷ যদিও পরিচয় গোপন রাখার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানালেন, অর্পিতার মাসতুতো দাদা নবান্নের কোনও বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ এবং অর্পিতাই নাকি তাঁকে চাকরি পাইয়ে দিয়েছেন ! যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্মৃতি ৷ প্রসঙ্গত, ইটিভি ভারতের প্রতিনিধি অর্পিতার মাসতুতো দাদার দেখা পাননি ৷
ইটিভি ভারতের প্রতিনিধিকে স্মৃতি জানিয়েছেন, শনিবার সকাল থেকেই তাঁর চোখ ছিল টিভি-র পর্দায় ৷ একরাশ উৎকণ্ঠা নিয়ে সারাক্ষণ খবর দেখে গিয়েছেন ৷ রাতে জানতে পারেন, তাঁর বোনঝিকে গ্রেফতার করা হয়েছে ৷ এই একটি সংবাদই মন ভেঙে দিয়েছে বৃদ্ধার ৷ তারপর থেকে আর দিদির সঙ্গে (অর্পিতার মা) যোগাযোগ করতে পারেননি তিনি ৷ স্মৃতির দাবি, "অর্পিতা খুব ভালো মেয়ে ৷" তাই তাঁকে কেন গ্রেফতার করা হল, বুঝে উঠতে পারছেন না বৃদ্ধা !
আরও পড়ুন:Arpita Mukherjee: আইন আইনের পথে চলবে, মেডিক্যাল টেস্টে গিয়ে বললেন অর্পিতা; আজ আদালতে পেশ