হাওড়া, 25 এপ্রিল : হাওড়া থেকে উদ্ধার নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় । আজ তাঁকে CID উদ্ধার করে । কয়েকদিন আগে ভোটের কাজে বেরিয়ে নিখোঁজ হয়ে যান অর্ণববাবু ।
আজ এবিষয়ে নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার ETV ভারতের প্রতিনিধিকে বলেন, "অর্ণব রায়কে হাওড়া থেকে উদ্ধার করা হয়েছে । হাওড়া স্টেশনে এসেছিল । সেখান থেকে শ্বশুরবাড়ি গেছিল । আমরা খবর পেয়েছিলাম । CID -র একটি রেসকিউ টিম হাওড়া স্টেশনে গেছিল । তারপর ওখান থেকে পাওয়া গেল । " তাঁকে কী আজ হাওড়া থেকে নিয়ে আসা হবে? জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "দেখি, কোথায় থাকবে ।"
এবিষয়ে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক কর্তা জানান, অর্ণবকে উদ্ধার করা হয়েছে । তাঁকে হাওড়া আনা হচ্ছে ।
নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকা অর্ণব রায় 18 এপ্রিল নিখোঁজ হন । তিনি NREGA ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন । 18 তারিখও জেলাশাসকের দপ্তরে তিনি কাজ করছিলেন । দুপুর দু'টোর পর সেখান থেকেই নির্বাচন সংক্রান্ত কাজে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন। গাড়িচালকসহ অন্যরা ফিরে এলেও অর্ণবের খোঁজ পাওয়া যায়নি । অবশেষে রাতের দিকে কৃষ্ণনগর থানায় মিসিং ডায়েরি করেন জেলাশাসক সুমিত গুপ্তা । তারপরই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় অর্ণবের এই নিখোঁজ হওয়ার পিছনে সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই ।
নিখোঁজের পর অর্ণবের মা জানান, তিনি ছেলেকে ফেরত চান । তাঁর স্ত্রী ফেসবুক পোস্টে 23 এপ্রিল লেখেন, "যারা ওর নামে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছেন এবং নানা গুজব ছড়াচ্ছেন, তাদের আমি দৃঢ়তার সাথে জানাচ্ছি যে আগে ওর সম্পর্কে ভালো করে খোঁজ নিন। অফিসের সকল কর্মচারীদের কাছে খোঁজ নিন । অনর্থক ভিত্তিহীন গুজব ছড়াবেন না ।"