হাওড়া, 21 ডিসেম্বর : জানুয়ারিতেই ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভাও করতে পারেন ৷ ওই সভায় তৃণমূল কংগ্রেস থেকে কয়েকজন নেতার যোগদানের সম্ভাবনার কথা রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷
ইতিমধ্যেই দু'দিনের সফরে রাজ্যে এসেছিলেন অমিত শাহ । শনিবার মেদিনীপুরের সভায় তাঁর উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী । রবিবার বোলপুরে রোড শো করেন তিনি ৷ এরপর সাংবাদিক বৈঠক করে বিভিন্ন ইশুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন । গতকাল তাঁকে পালটা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন,"উনি কিছু কিছু কথা সম্পূর্ণ মিথ্যা বলে গেছেন ৷ গার্বেজ অফ লাই ৷ আগামীকাল আমি উত্তর দেব ৷" এখানেই থেমে না থেকে বোলপুরে 29 ডিসেম্বর রোড-শো করার কথাও ঘোষণা করেন ৷