পাঁচলা, 16 অগাস্ট : পারিবারিক অশান্তির জেরে শওহরকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । পাঁচলার জুজুরসা গ্রামের ঘটনা । মৃত মহসিন মল্লিক (45) স্থানীয় একটি হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ ।
অভিযোগ, মহসিন মল্লিকের সঙ্গে তাঁর বিবির নিত্যদিন অশান্তি লেগে থাকত । তাঁদের দুই ছেলে এসে মিটমাট করে দিত । গতকালও তাঁদের মধ্যে অশান্তি হয় বলে জানায় মহসিনের ছেলে । কিন্তু, ছেলেরা আর মধ্যস্থতা করেনি । আজ সকালে নিজের ঘর থেকে মহসিনের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । মৃতের ছেলের অভিযোগ, তার আম্মা ধারালো অস্ত্র দিয়ে আব্বাকে খুন করেছে ।
এদিকে মহসিনের মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশীরা তাঁর বাড়িতে জড়ো হন । এলাকায় সুনাম ছিল মহসিনের । আবু জ়াফর মল্লিক নামে এক প্রতিবেশী জানান, "ঘটনার খবর পেয়ে আমরা মহসিনের বাড়ি আসি । ওঁর ছেলেকে জিজ্ঞাসা করলে বলে, গতকাল অশান্তির সময় ওদের দাদুকে ফোন করেছিল । তিনি মহসিনকে একটা ঘরে শুইয়ে দিতে বলে । এরপর আজ এই ঘটনা । "
শওহরকে খুনের অভিযোগ বিবির বিরুদ্ধে মহসিনের দাদা সইফউদ্দিন মল্লিকের অভিযোগ, সম্পত্তির লোভে ভাইকে খুন করেছে ওর বিবি । ভাইয়ের ও তাঁর শ্বশুরের টাকায় একটা পুকুর কেনা ছিল । সেসব হাতিয়ে নিতে ভাইয়ের বিবি ও তার বাপেরবাড়ির লোক এই ঘটনা ঘটিয়েছে । এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মৃতের পরিবার । ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ ও ব়্যাফ নামে । ঘটনার তদন্ত শুরু করেছে পাঁচলা থানার পুলিশ ।