হাওড়া, 8 অগস্ট: ফের কেন্দ্রীয় প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগ উঠল হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে । ঘটনার সূত্রপাত 2000 সালের ফেব্রুয়ারি মাসে । হাওড়া পৌরনিগমের (Howrah Municipal Corporation) অন্তর্ভুক্ত 22 নম্বর ওয়ার্ডে ঘটা করে চালু হয় 'গ্রিন হাওড়া, ক্লিন হাওড়া' প্রকল্প । এই প্রকল্পটি মুখ্য পরিকল্পনা হিসাবে গ্রহণ করা হয় পৌরনিগমের পক্ষ থেকে ।
অভিযোগ, 'স্বচ্ছ ভারত মিশন' একটি কেন্দ্রীয় প্রকল্প হওয়া সত্ত্বেও এর নাম পরিবর্তন করে নির্মল বাংলা করে দেওয়া হয় । পাশাপাশি এই প্রকল্পে পুরো হাওড়া জুড়ে জঞ্জালের ভ্যাট শূন্য শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় । আর তা কার্যকর করতে 'নীলু' ও 'পচু' নামে ওয়ার্ডের বাসিন্দাদের দুটি করে বালতিও দেওয়া হয় । একটিতে পচনশীল দ্রব্য ও অপরটিতে অপচনশীল দ্রব্য ফেলার জন্য দেওয়া হয় । এছাড়াও পৌরনিগমের তরফে প্রতি বাড়ি থেকে জঞ্জাল তোলার জন্য 250টি টোটো গাড়ি কেনা হয় । অভিযোগ, ওই গাড়িগুলোর মধ্যে বর্তমানে মাত্র 20টি গাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে । বাকি গাড়িগুলোর কী হল তাঁর কোনও তথ্য পৌরনিগমের কাছেও নেই(Allegation of corruption against Howrah Municipal Corporation) ।
হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, "গ্রিন হাওড়া, ক্লিন হাওড়া প্রকল্পের জন্য 250টি নতুন টোটো গাড়ি কেনা হয়েছিল । সেগুলোকে চলমান ভ্যাট বানিয়ে বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করাই ছিল উদ্দেশ্য । ওই গাড়িগুলো হাওড়ার টিকিয়াপাড়া এলাকাতে রাখা ছিল । এরপর হাওড়া গ্রিন হল না ক্লিনও হল না । মাঝখান থেকে অতগুলো টোটোর কোনো সন্ধান নেই পৌরনিগমের কাছে ।"