পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সীতাকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে এফআইআর - কল্যাণের বিরুদ্ধে এফআইআর

শনিবার রাম-সীতা নিয়ে মন্তব্যের জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি ৷ হাওড়ার গোলাবাড়ি  থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷

Kalyan Bandyopadhyay
কল্যাণ বন্দ্যোপাধ্যায়

By

Published : Jan 11, 2021, 12:09 PM IST

Updated : Jan 11, 2021, 2:07 PM IST

হাওড়া, 11 জানুয়ারি : রাম ও সীতাকে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ তাঁর বিরুদ্ধে হাওড়ার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি।

ব্যারাকপুরে শনিবার তৃণমূলের সভায় হাথরস নিয়ে বলতে গিয়ে রাম-সীতা নিয়ে কটূক্তি করেন কল্যাণ । এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "সীতা রামের কাছে গিয়ে বলছে, ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গিয়েছিল। আর যদি সেই সময় মাথায় লাল, গেরুয়া, হলুদ ফেট্টি বাঁধা তোমার চ্যালাগুলো হরণ করত তাহলে উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষিতা মেয়েটার মতোই আমার অবস্থা হত।" কল্যাণের এই বক্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে ৷ এরই প্রতিবাদ জানিয়ে আজকে থানায় অভিযোগ জমা করা হয়।

কল্যাণের বিরুদ্ধে এফআইআর


আরো পড়ুন : আজ সুপ্রিম কোর্টে কৃষি আইন সংক্রান্ত একাধিক মামলার শুনানি

এই প্রসঙ্গে অভিযোগকারী আশিস জয়সওয়াল বলেন, " উনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। প্রতিটা বাঙালির বাড়িতে রাম ও সীতার পুজো করা হয়। উনি এই কথা বলে মানুষের মনে আঘাত হেনেছেন। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করা হয়েছে।" ব্য়ারাকপুরের সভায় কল্যাণের এই বক্তব্য সোশাল মিডিয়ায় তুলে ধরে বিজেপির প্রশ্ন, " পিসির নতুন তোষণ নীতি কী হিন্দু আবেগকে আঘাত করা ?"

কল্যাণের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন," বিজেপির কোনও কাজ নেই তাই এইসব করছে।" তিনি বিজেপিকে শকুন বলে কটাক্ষ করে বলেন," ওরা ধর্মের সুড়সুড়ি দিয়ে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না। এই রাজ্যের মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন।" বিজেপির দায়ের করা অভিযোগের প্রতিক্রিয়ার তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন দলের গুরুত্বপূর্ণ নেতা। তার বিষয়ে প্রতিক্রিয়া দলের উচ্চ স্তর থেকেই দেওয়া হবে। তবে তিনি দাবি করেন, ব্যারাকপুরের সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্য প্রেক্ষিতে কথাগুলো বলছিলেন।

Last Updated : Jan 11, 2021, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details