হাওড়া, 26 অগাস্ট : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পরল দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি রেল ইয়ার্ডের এক কর্মী। রেল কর্তৃপক্ষ তাকে সাসপেন্ড করেছে। রেল সূত্রে খবর সাঁতরাগাছি রেল ইয়ার্ডের চিফ অফিস সুপারিনটেনডেন্ট সুভাষচন্দ্র ঘোষ দিন কয়েক আগে এক রেলের কর্মচারীর ছেলের কাছ থেকে 10 হাজার টাকা ঘুষ চান।
ঘুষ নেওয়ার অভিযোগে সাসপেন্ড দক্ষিণ পূর্ব রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক - সাসপেন্ড দক্ষিণ পূর্ব রেলওয়ের এক উচ্চ পদস্থ আধিকারিক
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল রেলের এক কর্মী ৷ ভিজিলান্স কর্মীরা হাতেনাতে তাকে ধরে ফেলেন ৷ এর ফলে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ওই কর্মচারীকে সাসপেন্ড করেছে।
জানা গেছে, এক রেলওয়ে কর্মচারী কিছুদিন আগে মারা যান । তার ছেলে বাবার পাওনাগন্ডার জন্য ওই কর্মচারীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি ফাইল তৈরির জন্য ওই টাকা ঘুষ চান বলে অভিযোগ। এরপর মৃত কর্মচারীর ছেলে সুভাষবাবুর বিরুদ্ধে লিখিতভাবে রেলওয়ে ভিজিলান্সের কাছে অভিযোগ দায়ের করে। আজ দুপুরে ভিজিলান্স অফিসাররা ছেলেকে সঙ্গে নিয়ে ওই অফিসে ফাঁদ পাতে। টাকা নেওয়ার সময় ভিজিলান্স কর্মীরা হাতেনাতে তাকে ধরে ফেলেন। এর প্রেক্ষিতে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ওই কর্মচারীকে সাসপেন্ড করেছে।
এক অধিকারিক জানান, এরকম একটি অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে যদি উঠে আসে তিনি দোষী, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এই রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷