পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 26, 2021, 5:31 PM IST

ETV Bharat / city

Attempt to murder: হাওড়ায় আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার 2

হাওড়ায় হাইকোর্টের আইনজীবীর উপর হামলার অভিযোগ ৷ শিবপুর কাজীপাড়ায় এক চায়ের দোকানের সামনে দুই দুষ্কৃতী তনবীর আলম নামে ওই আইনজীবীর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় তনবীরের এক সঙ্গীও আহত হয়েছেন ৷

a-lawyer-attacked-by-two-miscreants-in-shibpur-howrah
হাওড়ায় আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার 2

শিবপুর, (হাওড়া) 26 অক্টোবর : হাওড়ার শিবপুরে আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ গুরুতর আহত তনবীর আলম হাইকোর্টের আইনজীবী বলে জানা গিয়েছে ৷ তনবীরকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও এক ব্যক্তি ৷ দু’জনেই হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতী চাঁদ এবং গোপীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শিবপুর কাজীপাড়ার সফিকুল আলম লেনে একটি চায়ের দোকানে বসেছিলেন তনবীর আলম ৷ অভিযোগ সেই সময়ই ওই দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় ৷ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে শেখ রাজু এবং শেখ সাদ্দাম নামে দুই প্রমোটারের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল ৷ সে নিয়ে দু’পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছিল ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, সেই বিবাদের জেরেই রাজু ও সাদ্দামের ঘনিষ্ঠ দুই দষ্কৃতী চাঁদ এবং গোপী তনবীর আলমের উপর হামলা চালায় ৷ এ দিন শিবপুর কাজীপাড়ার সফিকুল আলম লেনে একটি চায়ের দোকানে বসেছিলেন তনবীর এবং তাঁর এক সঙ্গী ৷ সেখানেই চাঁদ ও গোপী ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় তনবীরের উপর ৷ তাঁকে মাটিতে ফেলে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ৷ নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন তনবীর ৷ তাঁর হাত এবং পিঠে গভীর ক্ষত হয়েছে ৷ অন্যদিকে, তনবীরকে বাঁচাতে গিয়ে তাঁর সঙ্গীও জখম হন ৷ স্থানীয়রা হামলা হতে দেখে ঘটনাস্থলে ছুটে যেতেই চাঁদ ও গোপী সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : Illegal Arms Factory : হীরাপুরে বেআইনি অস্ত্র কারখানা মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত

তনবীর এবং তাঁর সঙ্গীকে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী এলাকায় মোতায়েন করা হয় ৷ পরে চাঁদ ও গোপী নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ এই ঘটনায় শেখ রাজু এবং শেখ সাদ্দাম যুক্ত কি না, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : ক্রাইম থ্রিলার দেখে ট্রেনিং, এখনও পলাতক অভিযুক্ত ভিকি হালদার

ABOUT THE AUTHOR

...view details