পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাওড়া স্টেশনে উদ্ধার 92 বিরল প্রজাতির কচ্ছপ, গ্রেপ্তার উত্তরপ্রদেশের 3

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে হাওড়া স্টেশনে । গ্রেপ্তার হয়েছে 3 জন । ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা ।

Rare species of turtle rescued
বিরল প্রজাতির কচ্ছপ পাচারে ধৃত 3

By

Published : Feb 15, 2020, 10:12 PM IST

Updated : Feb 15, 2020, 11:12 PM IST

হাওড়া, 15 ফেব্রুয়ারি : পাচারের আগে উদ্ধার হল বস্তা ভরতি কচ্ছপ । গ্রেপ্তার হয়েছে 3 পাচারকারী । ধৃতদের নাম পল্টু পাঞ্জারি, শত্রুঘ্ন পাঞ্জারি এবং নির্মলা পাঞ্জারি । তিনজনই উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা ।

গোপন সূত্রে খবর পেয়ে GRPF আজ সকালে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্য়াটফর্মে তল্লাশি চালায় । উদ্ধার করে 3টি চটের বস্তায় করে 92 টি বিরল প্রজাতির কচ্ছপ । কচ্ছপগুলি যোধপুর থেকে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে ।

৯২টি বিরল প্রজাতির কচ্ছপ

তদন্তে নেমেছে পুলিশ । ধৃতদের পাচারের সঙ্গে বাংলাদেশের কোনও যোগাযোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের হাওড়া কোর্টে তোলা হয়েছে ।পুলিশের বক্তব্য, এ রাজ্যে কচ্ছপের চাহিদা ব্যাপক । এগুলি অনেক সস্তায় ভিন রাজ্যে পাওয়া যায় । আর্থিক লাভের জন্যই কচ্ছপগুলি নিয়ে আসে ।

উদ্ধার ৯২টি বিরল প্রজাতির কচ্ছপ

বন দপ্তর সূত্রের খবর, কচ্ছপগুলি সফট শেল গঞ্জইটিক টারটেল প্রজাতির । কচ্ছপগুলি হাওড়া জেলা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে । তারপর সেখান থেকে সল্টলেকের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে ।

Last Updated : Feb 15, 2020, 11:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details