পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এখনও হুঁশ ফেরেনি, হটস্পট হাওড়ায় আজ গ্রেপ্তার 86 - হটস্পট হাওড়া

পুলিশ সচেষ্ট হলেও সরকারি বিধি নিষেধ মানুষ উপেক্ষা করেই চলেছে প্রতিনিয়ত। লকডাউন উপেক্ষা করে বিনা কারণে রাস্তায় বের হওয়া 86 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে আটক করা হয়েছে 44 টি গাড়ি। এমনটাই জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার হেডকোয়ার্টার প্রিয়ব্রত রায়।

arrested
হটস্পট হাওড়া

By

Published : Apr 20, 2020, 9:02 PM IST

হাওড়া, 20 এপ্রিল : রাজ্যে সবচেয়ে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হাওড়ায় । ঘোষণা হওয়ার পরেও হুঁশ ফেরেনি শহরবাসীর। বিভিন্ন উপায়ে অকারণে রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যা যথেষ্ট বেশি । পুলিশ সচেষ্ট হলেও সরকারি বিধি নিষেধ মানুষ উপেক্ষা করেই চলেছে প্রতিনিয়ত। লকডাউন উপেক্ষা করে বিনা কারণে রাস্তায় বের হওয়া 86 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে আটক করা হয়েছে 44 টি গাড়ি। এমনটাই জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার হেডকোয়াটার প্রিয়ব্রত রায়।

হাওড়াকে রেড জোন থেকে অরেঞ্জ জোনে নিয়ে আসার জন্য 14 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ এবং লকডাউন কে কার্যকর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে হাওড়া পুলিশ ।

পাড়ায় পাড়ায় চলছে মাইকিং। মোড়ে মোড়ে চলছে সচেতনতার পাঠ। কিন্তু তাও অকারণে বের হওয়া মানুষের রাশ টানা সম্ভব হচ্ছে না পুলিশের পক্ষেও। যার ফলে আজকেও 86 জন গ্রেপ্তার হয় পুলিশের হাতে। আটক 44 টি গাড়ি।

ABOUT THE AUTHOR

...view details