পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনায় আহত ৬ - দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা

দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় গাড়ি দুর্ঘটনায় আহত 6 জন ৷ অয়েল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে ৷

second hooghly bridge
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা

By

Published : Jul 31, 2020, 7:46 PM IST

হাওড়া,31 জুলাই : দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা।একটি গাড়ির পিছনে ধাক্কা মারে আরও তিনটি গাড়ি। জখম তিনটি গাড়িরই চালক। এদের হাসপাতালে ভরতি করা হয়েছে। আজ সকালে টোল প্লাজার নয় নম্বর লেনে দুর্ঘটনাটি ঘটে। কলকাতার দিক থেকে আসা একটি মাল বোঝাই গাড়ির পিছনে প্রথমে ধাক্কা মারে একটি অয়েল ট্যাঙ্কার। তার পিছনে ধাক্কা মারে আরও দুটি গাড়ি। গতিবেগ বেশি থাকায় অয়েল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেড ভেঙে গার্ডওয়ালে ধাক্কা মারে।


ওপর এক গাড়ির চালক মহাদেব মল্লিক জানান, তারা টোলের পাশে দাঁড়িয়ে ছিলেন। তাদের হাওড়া যাওয়ার ছিল। তিনি দেখেন একটি ট্যাঙ্কার কয়েকটা গাড়িকে ধাক্কা মারতে মারতে এসে তাদের গাড়ির পেছনেও ধাক্কা মারে। ঘটনায় 5-6 জন আহত হয়।

দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা

তারমধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানান তিনি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে।এরপরে একটি ব্রেক ডাউন ভ্যান নিয়ে এসে গাড়িগুলি সরিয়ে নিয়ে যায় পুলিশ। ঘটনায় দ্বিতীয় হুগলি ব্রিজের টোল লেনে যানজটের সৃষ্টি হয়।

ABOUT THE AUTHOR

...view details