লিলুয়া, 27 জানুয়ারি: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাওড়ার লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক ৷ আহত ওই যুবকের নাম ভানু ওরফে গণেশ উপাধ্যায় ৷ আজ লিলুয়ার খালপাড় পাকাপোল অঞ্চলে পিকনিক করছিলেন বেশ কিছু যুবক ৷ পিকনিক চলাকালীন ছোটন দাস নামে এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েনগণেশ উপাধ্যায় ৷ বাকিদের মধ্যস্থতায় বচসা মিটে যায়৷
পিকনিক সেরে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি করে বলে অভিযোগ ওঠে ৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতাল ও পরে SSKM হাসপাতালে নিয়ে আসা হয় ৷