পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Son Leaves Mother: গুণধর সন্তান! মাকে স্টেশনে ফেলে রেখে চম্পট দিল ছেলে - Son Leaves Mother

ছেলে-বৌমা মারধর করতেন এতদিন ৷ এবার আত্মীয়ের বাড়ি নিয়ে যাওয়ার নাম করে মা'কে হাবড়া স্টেশেন রেখে দিয়ে চলে গেলে ছেলে (son leaves mother at habra station) ৷

Son Leaves Mother
মাকে স্টেশনে ফেলে পালাল ছেলে

By

Published : Jul 13, 2022, 9:52 PM IST

হাবড়া, 13 জুলাই:10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য় করে জন্ম দিয়েছিলেন ছেলের ৷ কিন্তু সেই ছেলের বাড়িতে জায়গা হল না মায়ের ৷ আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে বৃদ্ধা মা'কে স্টেশনে ছেড়ে দিয়ে পালিয়ে গেল ছোট ছেলে ৷ অভিযুক্তের নাম কৃষ্ণ মণ্ডল কিন্তু কথায় বলে কু সন্তান যদিও হয় কুমাতা কখনও নয় ৷ বৃদ্ধা সরজু মণ্ডল আশাবাদী ছেলে আবার ফিরে আসেবে তাঁকে নিতে (Son Leaves Mother) ৷

জানা গিয়েছে, সরজু দেবীর তিন ছেলে । মেজ ছেলে অনেক আগে মারা গিয়েছেন । আর বড় ছেলে বাংলাদেশে থেকেন। ছোট ছেলে ও বউমার সঙ্গে থাকতেন সরজু দেবী। অভিযোগ, ছোট বৌমার সঙ্গে অশান্তি লেগেই থাকত বৃদ্ধার । অভিযোগ, অশান্তির কারণে মাঝে মধ্যে ছেলে মা কে মারধোরও করত । ঠিক মতো খেতেও দিত না বউমা। বৃদ্ধা জানান, মঙ্গলবার ছোট ছেলে কৃষ্ণ তাঁকে আত্মীয়ের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেন । ছেলের কথা মতো ওই বৃ্দ্ধা তাঁর সঙ্গে বেড়িয়ে পরেন। হাবড়া স্টেশনে মা কে নিয়ে নামেন কৃষ্ণ ৷ তারপর সেকানেই মাকে রেখে চলে যান ৷ আর ফিরে আসেননি ৷

মাকে স্টেশনে ফেলে রেখে চম্পট দিল ছেলে

আরও পড়ুন: মাকে খুনের অভিযোগে ছেলে-বউমা-সহ গ্রেফতার 3

দীর্ঘক্ষণ স্টেশনে বৃদ্ধা সরজু দেবীকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন ব্যবসায়ীরা ৷ তাঁরা কথা বলেন ওই বৃদ্ধের সঙ্গে ৷ তাঁরাই খাবারের ব্যবস্থা করেছেন বৃদ্ধার জন্য ৷ বৃদ্ধাকে উৎকন্ঠায় বসে থাকতে দেখে ব্যাবসায়ীরা হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহাকে খবর দেন। খবর পেয়ে তিনি এসে বৃদ্ধা সরজুকে স্টেশন থেকে হাবড়া পৌরসভা প্রচালিত বিবেকানন্দ আবাসনে থাকার ব্যাবস্থা করে দেন।

ABOUT THE AUTHOR

...view details