হাবড়া, 13 জুলাই:10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য় করে জন্ম দিয়েছিলেন ছেলের ৷ কিন্তু সেই ছেলের বাড়িতে জায়গা হল না মায়ের ৷ আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে বৃদ্ধা মা'কে স্টেশনে ছেড়ে দিয়ে পালিয়ে গেল ছোট ছেলে ৷ অভিযুক্তের নাম কৃষ্ণ মণ্ডল কিন্তু কথায় বলে কু সন্তান যদিও হয় কুমাতা কখনও নয় ৷ বৃদ্ধা সরজু মণ্ডল আশাবাদী ছেলে আবার ফিরে আসেবে তাঁকে নিতে (Son Leaves Mother) ৷
জানা গিয়েছে, সরজু দেবীর তিন ছেলে । মেজ ছেলে অনেক আগে মারা গিয়েছেন । আর বড় ছেলে বাংলাদেশে থেকেন। ছোট ছেলে ও বউমার সঙ্গে থাকতেন সরজু দেবী। অভিযোগ, ছোট বৌমার সঙ্গে অশান্তি লেগেই থাকত বৃদ্ধার । অভিযোগ, অশান্তির কারণে মাঝে মধ্যে ছেলে মা কে মারধোরও করত । ঠিক মতো খেতেও দিত না বউমা। বৃদ্ধা জানান, মঙ্গলবার ছোট ছেলে কৃষ্ণ তাঁকে আত্মীয়ের বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেন । ছেলের কথা মতো ওই বৃ্দ্ধা তাঁর সঙ্গে বেড়িয়ে পরেন। হাবড়া স্টেশনে মা কে নিয়ে নামেন কৃষ্ণ ৷ তারপর সেকানেই মাকে রেখে চলে যান ৷ আর ফিরে আসেননি ৷