বনগাঁ, 22 জুলাই: সিবিআইয়ের পর এবার টেট দুর্নীতি মামলায় চন্দনের বাড়িতে হানা দিল ইডি। সূত্রের খবর, এদিন সকাল 9টা নাগাদ বাগদায় চন্দনের বাড়িতে ইডির পাঁচ সসদস্যের একটি প্রতিনিধি দল আসে। তবে তালা বন্ধ থাকায় প্রথমে বাড়ির মধ্যে প্রবেশ করিতে পারেননি ইডি-র আধিকারিকেরা (ED officials waited outside the house)। প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পর বাড়ির দুই মহিলা সদস্য এসে তালা খুলে দেন ৷ এরপরই ভেতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা ৷
কয়েকদিন ধরে চন্দনের বাড়িতে কেউ থাকছেন না। তাঁরা কোথায় আছেন তাও প্রতিবেশীদের জানা নেই। তদন্ত নেমে কয়েক দিন আগেই চন্দনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। কিন্তু সেই তখনও বাড়িতে ছিলেন না চন্দন। ইডি সূত্রে খবর, বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর এদিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এরপরই তাঁরা এসে বাড়ির তালা খুলে দেন ৷