হাবড়া, 27 মে : সরকারি নিয়ম না-মেনে বাড়িতে টিউশন পড়াচ্ছিলেন হাবড়া প্রফুল্লনগর হাইস্কুলের অংকের শিক্ষক । গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যদের আসতে দেখে দৌড় শিক্ষক সৌরভ বন্দ্যোপাধ্যায়ের। শিক্ষকের এই অবস্থা দেখে চক্ষুশূল পড়ুয়াদের। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার হাবড়া স্টাফ কোয়ার্টার এলাকায়। অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষকের (School Teacher Doing Private Tuition ) ৷
জানা গিয়েছে, স্কুল শিক্ষকদের বাড়িতে টিউশন পড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে টিউশন পড়াছেন হাবড়ার বেশ কিছু স্কুল শিক্ষক । তাদের ধরতে মাঝেমধ্যেই শিক্ষকদের বাড়িতে হানা দেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির হাবড়া ইউনিটের সদস্যরা । শিক্ষকদের চিহ্নিত করে ফুলের দিয়ে সম্বর্ধনা দেন তাঁরা এবং টিউশন পড়াতে নিষেধ করেন। শুক্রবার এই সংগঠনের সদস্যরা হাবরা স্টাফ কোয়াটার এলাকায় সৌরভ বন্দ্যোপাধ্যায় টিউশন পড়ানোর খবর পেয়ে তাঁর বাড়িতে যান । উদ্দেশ্য ছিল শিক্ষককে গিয়ে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে টিউশন পড়াতে নিষেধ করবেন ৷