হাড়োয়া, 24 জুন : বাগদা ও গোবরডাঙার পর হাড়োয়া । ফের BJP-তে ভাঙন । গতকাল, হাড়োয়া ব্লকের গোপালপুর-এক নম্বর পঞ্চায়েতের দুই নেতা-নেত্রী-সহ দু'শো কর্মী-সমর্থক BJP থেকে তৃণমূলে যোগ দিলেন ।
হাড়োয়ায় BJP ছেড়ে তৃণমূলে যোগ 200 জনের - Tmc
বাগদা ও গোবরডাঙার পর হাড়োয়ার 200 জন BJP কর্মী যোগ দিলেন তৃণমূলে।
BJP-র সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ অনুপম দাস ও নেত্রী বাসন্তী ঘোষ সহ প্রায় দু'শো কর্মী-সমর্থক দলবদল করেছেন। হাড়োয়ার তৃণমূল বিধায়ক শেখ হাজি নুরুল ইসলাম ও ব্লক সভাপতি শফিক আহমেদের উপস্থিতিতে ওই BJP কর্মী-সমর্থকরা দলবদল করেছেন। দলবদলের পর তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। তারপর দলের নতুন সদস্যদের নিয়ে প্রায় এক কিলোমিটার মিছিলও করেন তৃণমূল নেতারা। দলত্যাগী BJP নেত্রী বাসন্তী ঘোষ বলেন, “ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোরোনা ও আমফান মোকাবিলায় দিনরাত্রি এক করে মানুষের পাশে রয়েছেন। আমরা তাতে অনুপ্রাণিত হয়ে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি।”
দিন কয়েক আগে বাগদা ব্লকে BJP-র দখলে থাকা সিন্দ্রাণী পঞ্চায়েতের কয়েকজন সদস্য তৃণমূলে যোগদান করেছেন। ওই পঞ্চায়েতও BJP-র হাতছাড়া হয়ে গেছে । গোবরডাঙাতেও সাড়ে তিনশো BJP কর্মী তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জেলায় BJP-র দখলে থাকা সব ক'টি পঞ্চায়েত তৃণমূলের হয়ে যাবে। তারপরই পরপর দলবদলের ঘটনা । BJP নেতৃত্বের অভিযোগ, তৃণমূল ভয় ও প্রলোভন দেখিয়ে তাঁদের কর্মী-সমর্থকদের দলে টেনে নিচ্ছে।