পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রেমে ব্যাঘাত, আত্মঘাতী যুবক - durgapur

জঙ্গল থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ ৷ নাম রোহিত সূত্রধর (20) ৷

ছবি
ছবি

By

Published : Jul 8, 2020, 5:15 PM IST

দুর্গাপুর, 8 জুলাই : জঙ্গল থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ ৷ নাম রোহিত সূত্রধর (20) ৷ পরিবারের দাবি, প্রেম ঘটিত কারণের জেরেই আত্মঘাতী হয়েছে সে ৷

ভাইয়ের আত্মহত্যার ব্যাপারে কী বলেছেন রোহিতের দাদা ?

পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধে নাগাদ রোহিত বাড়ি থেকে বের হয় ৷ রাত 10টা বেজে যাওয়ার পরও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে খুঁজতে শুরু করেন ৷ সারারাত খোঁজা-খুঁজি করেও পাওয়া যায়নি রোহিতকে ৷ এরপর আজ সকালে ঝাঁঝরা 1/2 কোলিয়ারির থেকে সামান্য দূরে জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখা যায় । সকালে রোহিতের দাদা ৷ ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ।

সুমন্ত সূত্রধর বলেন," ভাই হয়ত কোনও মেয়েকে ভালোবাসত । কিছুদিন যাবৎ সেই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে । সম্ভবত সেই কারণেই ভাই মৃত্যুর পথ বেছে নিয়েছে । তবে পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details