দুর্গাপুর,28 এপ্রিল: গত 3 মাস বেতন পাননি শ্রমিকেরা । এজন্য সামাজিক দূরত্বকে অগ্রাহ্য করেই দুর্গাপুরের বেসরকারি কারখানার গেটের বাইরে শ্রমিকরা বিক্ষোভ দেখাল । ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।মালিকপক্ষের দাবি আপাতত তাঁরা অর্ধেক বেতন দিতে পারবে ।দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার লেনিন সরণিতে একটি কারখানায় আজ এই বিক্ষোভ দেখা যায় ।
শিল্পাঞ্চল দুর্গাপুরে বেসরকারি কারখানাগুলোতে বকেয়া বেতন নিয়ে কিন্তু সমস্যা বাড়ছে। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।তা না হলে শিল্পাঞ্চল দুর্গাপুর যেকোনও মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে।দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার লেলিন সরণির কারখানায় গত তিন মাস ধরে শ্রমিকদের বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ। এই কারখানায় প্রায় 200 জন শ্রমিক মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে সামাজিক দূরত্বকে অমান্য করেই কারখানার গেটের সামনে বিক্ষোভে শামিল হন ।
এই শ্রমিকদের মধ্যে অনেকে ভিন রাজ্যে উত্তরপ্রদেশ, বিহার,ঝাড়খণ্ড রাজ্য থেকেও এই কারখানায় কাজ করতে এসেছেন। লকডাউনের কারণে বিপাকে পড়েছেন এই শ্রমিকরা ।তার উপর আবার তিন মাসের বেতন নেই ।সব মিলিয়ে ক্ষুব্ধ শ্রমিকদের দাবি তিন মাসের বেতন চাই।