পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করেই বেতনের দাবিতে বিক্ষোভ

দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার লেনিন সরণিতে একটি কারখানা গত তিন মাস ধরে শ্রমিকদের বেতন দেয়নি বলে অভিযোগ। এই কারখানায় প্রায় 200 জন শ্রমিক মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে সামাজিক দূরত্বকে অমান্য করেই কারখানার গেটের সামনে বিক্ষোভে শামিল হন ।এই শ্রমিকদের মধ্যে অনেকে ভিন রাজ্যে উত্তরপ্রদেশ, বিহার,ঝাড়খণ্ড রাজ্য থেকেও এই কারখানায় কাজ করতে এসেছেন। লকডাউনের কারণে বিপাকে পড়েছেন এই শ্রমিকরা ।তার উপর আবার তিন মাসের বেতন নেই ।সব মিলিয়ে ক্ষুব্ধ শ্রমিকদের দাবি তিন মাসের বেতন চাই।

private factory
সামাজিক দূরত্ব

By

Published : Apr 28, 2020, 4:32 PM IST

দুর্গাপুর,28 এপ্রিল: গত 3 মাস বেতন পাননি শ্রমিকেরা । এজন্য সামাজিক দূরত্বকে অগ্রাহ্য করেই দুর্গাপুরের বেসরকারি কারখানার গেটের বাইরে শ্রমিকরা বিক্ষোভ দেখাল । ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।মালিকপক্ষের দাবি আপাতত তাঁরা অর্ধেক বেতন দিতে পারবে ।দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার লেনিন সরণিতে একটি কারখানায় আজ এই বিক্ষোভ দেখা যায় ।

শিল্পাঞ্চল দুর্গাপুরে বেসরকারি কারখানাগুলোতে বকেয়া বেতন নিয়ে কিন্তু সমস্যা বাড়ছে। অবিলম্বে এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।তা না হলে শিল্পাঞ্চল দুর্গাপুর যেকোনও মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে।দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার লেলিন সরণির কারখানায় গত তিন মাস ধরে শ্রমিকদের বেতন দেওয়া হয়নি বলে অভিযোগ। এই কারখানায় প্রায় 200 জন শ্রমিক মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে সামাজিক দূরত্বকে অমান্য করেই কারখানার গেটের সামনে বিক্ষোভে শামিল হন ।

এই শ্রমিকদের মধ্যে অনেকে ভিন রাজ্যে উত্তরপ্রদেশ, বিহার,ঝাড়খণ্ড রাজ্য থেকেও এই কারখানায় কাজ করতে এসেছেন। লকডাউনের কারণে বিপাকে পড়েছেন এই শ্রমিকরা ।তার উপর আবার তিন মাসের বেতন নেই ।সব মিলিয়ে ক্ষুব্ধ শ্রমিকদের দাবি তিন মাসের বেতন চাই।

মালিকপক্ষের বক্তব্য কারখানায় উৎপাদন হচ্ছে না । তাই মাসের পুরো বেতন দান সম্ভব নয় । তাঁরা বলেন, মাস মাইনের আর্ধেক বেতন দেওয়া হবে। আর এই কথা শোনা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা ।

পবন গুপ্ত নামের এক শ্রমিক জানালেন আমরা ভিন রাজ্য থেকেই কারখানায় এসেছি। কাজের জন্য আমাদের পরিবার নিয়ে এখানে বাড়ি ভাড়া করে আছি। আজ তিন মাস বেতন দেয়নি কারখানা কর্তৃপক্ষ ।আমরা এখন খাব কী? পরিবার দিয়ে যাবই বা কী করে? তাই আমাদেরকে অবিলম্বে বেতন দিতে হবে। সামাজিক দূরত্ব কে অগ্রাহ্য করে কারখানার গেটের বাইরে শ্রমিকরা আন্দোলনে শামিল। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ এলে আন্দোলনরত শ্রমিকরা সাফ জানিয়ে দেন, সমস্ত বকেয়া বেতন না পেলে কারখানার গেটের বাইরে আন্দোলন চলবে।

শিল্পনগরী দুর্গাপুরের বিভিন্ন শিল্পতালুকে এই সমস্যা দেখা দিয়েছে। বকেয়া বেতন মিলছে না বলে অভিযোগ উঠছে শ্রমিকদের পক্ষ থেকে । লকডাউনের জেরে কারখানার উৎপাদন না হওয়ার কারণে মালিকপক্ষ শ্রমিকদের পুরো বেতন দিচ্ছেন না । আর সেই নিয়েই কিন্তু ক্ষোভ বাড়ছে শ্রমিকদের মধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details