দুর্গাপুর, 14 সেপ্টেম্বর: দীর্ঘ তিন মাস ধরে বন্ধ গ্র্যাভেল পাথর খাদান ৷ কর্মহীন হয়ে পড়েছে কয়েকহাজার মানুষ ৷ দ্রুত পাথর খাদান চালুর দাবিতে বুধবার সকালে বিক্ষোভ কর্মীদের (workers protest against Stone mines closure) ৷ বন্ধ পাথর খাদানের সামনে আন্দোলন করে স্থানীয় ও কর্মীরা ।
নুন আনতে পান্তা ফুরায় দুর্গাপুর পৌরনিগমের 1 নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকায় বাসিন্দাদের ৷ এখানে থাকা বেশ কিছু বস্তির পরিবার এখন চরম সংকটে পড়েছে । বস্তির দিন দরিদ্র মানুষের কাজ বলতে একমাত্র পাথর খাদান । সেই পাথর খাদান থেকে গ্র্যাভেল পাথর পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে । বোরিং করতে এই পাথর কাজে লাগে বলেও জানা যায় ।
এলাকার তৃণমূল নেতা ও পাথর খাদের কর্মীদের অভিযোগ তিনমাস আগে এলাকার বিজেপি এক নেতা সুনীল কিস্কুর প্ররোচনার জেরে বন্ধ হয়ে যায় এই পাথর খাদান । যার জেরে কাজ হারিয়ে অসহায় অবস্থায় পড়েছে ওয়াশিং প্লট, দাসের বাঁধ, বিএম প্লট-সহ বেশ কিছু এলাকার মানুষ ।