দুর্গাপুর, 7 অক্টোবর : দুর্গাপুর থানার ঝান্ডাবাদ গ্রামের কালীমন্দির পাড়ায় এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ৷ তাঁর নাম অঞ্জলি বন্দ্য়োপাধ্যায় (42) । মহিলার দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৷ প্রতিবেশীদের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে ৷
দুর্গাপুরে উদ্ধার মহিলার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ - Woman killed
দুর্গাপুরের কালীমন্দির পাড়ায় এক মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ প্রতিবেশীদের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ।
![দুর্গাপুরে উদ্ধার মহিলার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4676288-thumbnail-3x2-deadwoman.jpg)
দুর্গাপুর থানার পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে চাইলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান ৷ তাঁদের দাবি, কুকুর এনে ঘটনার তদন্ত করুক পুলিশ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যান স্থানীয় কাউন্সিলর সুশীল চ্যাটার্জি ৷ এরপর দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ৷
অঞ্জলির স্বামী কয়েক বছর আগে মারা গেছেন । মহিলা রান্নার কাজ করতেন ৷ তিন মেয়ের বিয়ের পর বাড়িতে একাই থাকতেন ৷ আজ সকালে অঞ্জলির এক আত্মীয় বাড়িতে ঢুকে দেহটি দেখতে পান ৷ এরপর তিনি সবাইকে খবর দেন৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেহে কোনও কাপড় ছিল না । তাঁদের অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে । দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷