পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুরে মন্দিরের ঘরে আগুন, তৃণমূল ও BJP-র চাপানউতোর - bombing

দুর্গাপুরের গোগলা অঞ্চলের হনুমান মন্দিরের একটি ঘরে আগুন । BJP-র অভিযোগ আগুন লাগিয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকরা । অন্যদিকে, তৃণমূলের অভিযোগ শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে BJP-কর্মীরাই আগুন লাগিয়েছে ।

হনুমান মন্দিরে আগুন

By

Published : Jun 4, 2019, 2:26 PM IST

Updated : Jun 4, 2019, 3:12 PM IST

দুর্গাপুর, 4 জুন: নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা । কোথাও তৃণমূল-BJP সংঘর্ষ, কোথাও পার্টি অফিস দখলকে কেন্দ্র করে অশান্তি । এরই মধ্যে গতকাল দুর্গাপুরের ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে চলে বোমাবাজি । তারপর আগুন লেগে যায় স্থানীয় হনুমান মন্দিরের একটি ঘরে । BJP-র অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরাই ঘটনাটি ঘটিয়েছে । অন্যদিকে তৃণমূলের অভিযোগ, শাসকদলের ভাবমূর্তি নষ্ট করতে BJP-কর্মীরা নিজেরাই আগুন লাগিয়েছে ।

সোমবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাধাইপুর এলাকায় BJP-র পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল । BJP-র অভিযোগ, সভাস্থানে দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেয় ফরিদপুর থানার পুলিশ । কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক BJP কর্মী-সমর্থকদের জড়ো হতে দেখে সরে যায় পুলিশ । পুলিশ চলে গেলে পতাকা লাগিয়ে সভা করা হয় । বিজয় মিছিলেও পা মেলান কর্মীরা । BJP-র আরও অভিযোগ, সন্ধ্যায় ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখার্জি, তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি দুর্জয় বিশ্বাস ও পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির মদতে এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকরা জড়ো হয়ে শুরু করে বোমাবাজি । কাছেই একটি হনুমান মন্দিরের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দুর্জয় বিশ্বাসের অভিযোগ, গতকাল মিছিল শেষে তাদের পার্টি অফিসের সামনে বোমাবাজি করে BJP । বিষয়টি ব্লক সভাপতিকে ফোন করে জানানো হয়েছিল । মন্দির লাগোয়া কুঁড়েঘরে BJP আগুন লাগিয়ে দিয়েছিল । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।

আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ACP (পূর্ব) আরিশ বিলাল জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তার তদন্ত চলছে । এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ।

Last Updated : Jun 4, 2019, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details