দুর্গাপুর, 28 অগস্ট: কিছুক্ষণের বৃষ্টিতে সাময়িক বন্যা পরিস্থিতি দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী এলাকায় । একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে । যার ফলে দুর্ভোগের মুখে পড়তে হয় এলাকাবাসীদের (Water logged due to rain in Durgapur) ।
রবিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে । নিকাশি নালা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে ৷ যার জেরে এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ করে স্থানীয়রা । অল্প বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায় । এদিন বৃষ্টিতে কোথাও এক হাঁটু থেকে এক কোমর পর্যন্ত জল জমে সাময়িক বন্যা পরিস্থিতির তৈরি হয় । বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গিয়েছে এলাকাবাসীর । মেঝেতে জল ঢোকায় চরম ভোগান্তির মুখে পড়ে একাধিক পরিবার ।