দুর্গাপুর, 28 মার্চ : কেন্দ্রের বিভিন্ন শ্রমিক এবং কৃষক সংগঠনগুলির ডাকে দু'দিনব্যাপী ভারত বনধের প্রথম দিন ছিল আজ ৷ বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের গণ্ডগোলের বিক্ষিপ্ত ঘটনা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসছিল সারাদিন ৷ কিন্তু মজার একটি ঘটনা ঘটল দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ে ৷ সিপিএমের কিছু কর্মী-সমর্থক কেন্দ্রের বিভিন্ন নীতির বিরোধিতায় রাজ্য সড়কে দাঁড়িয়ে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক কুশপুত্তলিকা দাহ করছেন ৷ ঘটনায় হস্তক্ষেপ করতে আসেন স্থানীয় কোক ওভেন থানার পুলিশকর্মীরা ৷ বনধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে তাদের মধ্যে এক পুলিশকর্মীর মাটিতে আছাড় খাওয়ার দৃশ্য এখন ভাইরাল ইন্টারনেটে (Video went viral as a cop in Durgapur injured during strike) ৷
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে এক বনধ সমর্থক ওই পুলিশকর্মীর হাত টেনে ধরতেই মাটিতে পড়ে গেলেন ওই পুলিশকর্মী ৷ এরপর খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠছেন তিনি ৷ সামান্য ঘটনায় সংশ্লিষ্ট পুলিশকর্মীর পড়ে যাওয়া এবং আহত হওয়ার ঘটনা সন্দেহের জন্ম দিয়েছে নেটাগরিকদের মনে ৷ ঘটনার উৎস অনুসন্ধানে জানা গেল পুলিশি অভিযানে এসে ওই পুলিশকর্মী গায়ে হাত তোলেন কয়েকজন বনধ সমর্থকের ৷ এরপরই তাকে ঘিরে ধরেন সমর্থকেরা ৷ এখন প্রশ্ন পিঠ বাঁচাতেই কি প্লে-অ্যাকটিংয়ের আশ্রয় নিলেন ওই পুলিশকর্মী ৷