দুর্গাপুর, 15 সেপ্টেম্বর : দুর্গাপুর মহকুমা জুড়ে 42 জন শিশু অজানা জ্বরে আক্রান্ত । দিন কয়েকের ব্যবধানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে ৷ এদের মধ্যে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে ।
আরও পড়ুন :COVID Restrictions : রাজ্যে করোনার বিধি-নিষেধ বাড়ল আরও 15 দিন
দুর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগে 55 টি বেড রয়েছে ৷ এর মধ্যে 42 টি বেডেই জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে শিশুরা । এর মধ্যে আড়াই মাসের এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ড. ধীমান মণ্ডল জানিয়েছেন, শিশুরা ভাইরাল ফিভার নিয়েই ভর্তি হয়েছে ৷ তবুও কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা ৷ আর এক সঙ্গে 42 জন শিশুর জ্বর-সর্দি-কাশি, বিশেষত শ্বাসকষ্টজনিত সমস্যাটা বেশ চিন্তার বিষয় ৷ শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে বিশেষ টিম তৈরি করে নজর রাখা হচ্ছে শিশুদের উপর ।