দুর্গাপুর, 7 জুলাই : অতিমারির কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে হবে দুর্গাপুর উখরা গ্রামের জমিদার বাড়ির রথযাত্রা । জমায়েত এড়াতে অনুষ্ঠানে কাটছাঁট করা হবে বলে জানানো হয়েছে জমিদার বাড়ির তরফে ৷ করে উল্লেখ্য 1840 সালে তৎকালীন গ্রামের জমিদার শম্ভুনাথলাল সিংহ হান্ডা’র উদ্যোগে উখরায় জমিদার বাড়ির রথযাত্রা এর সূচনা হয় । এ বছর এই রথযাত্রা 181 বছরে পড়েছে ।
সূচনাকাল থেকে প্রতিবছর উখরাই গ্রামে সাড়াম্বরে রথ উৎসব আয়োজিত হয়ে আসছে জমিদার বাড়ির তত্ত্বাবধানে । অতীতে রথ উৎসব উপলক্ষে গ্রামীন মেলা বসতো । জমিদার বাড়িতে থাকত খাওয়া দাওয়ার এলাহি ব্যবস্থা । তবে, জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর, সেই খাওয়া দাওয়ার প্রথা বন্ধ হয়ে গিয়েছে বহুকাল আগে । কিন্তু, রথের বিরাট মেলা বসত দু’বছর আগেও । এখনও রথ হয় পুরনো ঐতিহ্য এবং রীতি মেনে । গোপীনাথ জিউর মন্দির থেকে বিগ্রহ এনে চাপানো হয় পিতলের রথে । উখরা রথতলা থেকে রথ টেনে নিয়ে যাওয়া হয় বাজপেয়ী মোড় পর্যন্ত । স্থানীয় বাসিন্দারা ছাড়াও রথ দেখতে ভিড় জমান আশেপাশের অঞ্চলের হাজার হাজার মানুষ ।