পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুরের বেনাচিতিতে বাঘের আতঙ্ক - durgapur

গতরাতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরে দু'টি বাঘকে নাকি দেখতে পান পাহারার দায়িত্বে থাকা CISF কর্মীরা । ঘটনাস্থানে পৌঁছালেও এই বিষয়ে মুখ খোলেনি দুর্গাপুর পুলিশ ও বনকর্মীরা। অপরদিকে গতকাল বিকাল থেকে সেন্ট্রাল স্টোরের মধ্যে থাকা এক পরিবারের তিনটি ছাগল নিরুদ্দেশ ।

two tigers in steel plant
বাঘের আতঙ্ক

By

Published : Feb 5, 2020, 12:53 PM IST

Updated : Feb 6, 2020, 12:43 AM IST

দুর্গাপুর, 5 ফেব্রুয়ারি: বেনাচিতি বাজারে দুর্গাপুর ইস্পাত কারখানার সেন্ট্রাল স্টোরে বাঘের আতঙ্ক ছড়িয়েছে । খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থানে আসেন ।

গতকাল গভীর রাতে স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোর চত্ত্বরে দুটি বাঘকে নাকি দেখতে পান পাহারার দায়িত্বে থাকা CISF কর্মীরা । গতকাল বিকাল থেকে ওই স্থানে থাকা 3 টি ছাগল নিরুদ্দেশ । সকালে খবরটি ছড়িয়ে পড়ে। সঙ্গে ছড়ায় আতঙ্কও ।

সকালে খবর পেয়ে ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ ও বনকর্মীরা । সঙ্গে ছিলেন CISF-এর আধিকারিকরাও । তবে বাঘ দেখা গেছে কি না তা নিয়ে পুলিশ, বনবিভাগ এবং CISF-এর আধিকারিকরা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি ।

যদিও এই এলাকায় বাঘ কীভাবে আসবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ । আবার অন্যদিকে সেন্ট্রাল স্টোরের ভিতরে থাকা একটি পরিবারে পোষা তিনটি ছাগল গতকাল বিকাল থেকে নিরুদ্দেশ । সবমিলিয়ে দুর্গাপুরের শিল্প শহরে বাঘের আতঙ্ক আরও বেড়ে গেল ।

বেনাচিতিতে বাঘের আতঙ্ক

উল্লেখ্য, সেন্ট্রাল স্টোরটি বেনাচিতি থেকে উত্তরপল্লী এলাকা জুড়ে প্রায় 10-12 বিঘা জমির উপর গড়ে ওঠে । দীর্ঘদিন ধরে স্থানটি সাফাই না করায় গভীর জংলা জায়গায় পরিণত হয়েছে । ওই জংলা জায়গার পাশেই কয়েকটি পরিবার বসতি স্থাপন করে । সেখান থেকেই ছাগল নিরুদ্দেশ হয় । তাই আরও বেশি করে স্থানীয়দের মধ্যে বাঘের আতঙ্কের দানা বাঁধছে ।

Last Updated : Feb 6, 2020, 12:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details