পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুরে কোরোনা সংক্রমিত 2

আক্রান্ত দুই বৃদ্ধের মধ্যে একজনের বয়স 79 বছর । কিডনিজনিত সমস্যা নিয়ে তিনি দুর্গাপুর গান্ধি মোড়ের বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । এই ঘটনার কয়েক ঘণ্টা পরে জানা যায়, ওই বেসরকারি হাসপাতালে 79 বছরের বৃদ্ধের শরীরেও মিলেছে ভাইরাসের সংক্রমণ ।

COVID 19 in Durgapur
দুর্গাপুরে কোরোনার সংক্রমণ

By

Published : May 10, 2020, 6:37 PM IST

দুর্গাপুর, 10 মে: দুর্গাপুরে প্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পরে আবার এক বৃদ্ধের সন্ধান পাওয়া গেল যিনি কোরোনাতে আক্রান্ত । এই দুই প্রবীণ দুর্গাপুর গান্ধি মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি হন গত 6 ই মে । গান্ধি মোড়ের এক বেসরকারি হাসপাতালে এই দুই বৃদ্ধ ভরতি ছিলেন ।

আক্রান্ত দুই বৃদ্ধের মধ্যে একজনের বয়স 79 বছর । কিডনিজনিত সমস্যা নিয়ে তিনি দুর্গাপুর গান্ধি মোড়ের বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । সেই হাসপাতাল থেকেই একটি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবে সোয়াব পরীক্ষা হয় ওই বৃদ্ধের। তাতে জানা যায় ওই বৃদ্ধ কোরোনাতে আক্রান্ত । এর পরেই রবিবার ওই বৃদ্ধকে দুর্গাপুরের মলানদিঘিতে COVID 19 হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই ঘটনার কয়েক ঘণ্টা পরে জানা যায়, ওই বেসরকারি হাসপাতালে 79 বছরের বৃদ্ধের শরীরেও মিলেছে ভাইরাসের সংক্রমণ ।

ওই বেসরকারি হাসপাতালে জনসংযোগ বিভাগের ডিরেক্টর মোহন শর্মার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,"ওই প্রবীণদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল । তাঁদের কাছে যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা গেছিলেন তারা সবাই সরকারি নির্দেশিকা মেনে, সমস্ত সুরক্ষা অবলম্বন করে চিকিৎসা করেছেন । তবুও যে চিকিৎসকরা তাঁদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে । এটুকু আমরা বলতে পারি, হাসপাতাল সম্পূর্ণ সংক্রমণমুক্ত ।"

ABOUT THE AUTHOR

...view details