দুর্গাপুর, 13 নভেম্বর : সিন্ডিকেটের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ৷ সেই সংঘাতের জেরে দুই গোষ্ঠীর দু'জন জখম হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে মোতায়েন করা হয় পুলিশ ও কমব্যাট ফোর্স ।
দুর্গাপুরে সিন্ডিকেটের দখল নিয়ে বচসা, উত্তেজনা - দুর্গাপুরের সাম্প্রতিক খবর
কার হাতে থাকবে সিন্ডিকেটের রাশ? এই নিয়ে বাদানুবাদে জড়াল দুই পক্ষ ৷ স্থানীয় সূত্রে খবর, দু'পক্ষের লোকজনই তৃণমূলের বলে পরিচিত ৷
দুর্গাপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে নির্মীয়মাণ আবাসন প্রকল্পের জন্য কাঁচামাল ও কর্মী নিয়োগের বরাত নিয়ে শুরু হয় সিন্ডিকেটের লড়াই । গত রাতে তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ হয় ৷ স্থানীয় সূত্রে খবর, এই দুই পক্ষের লোকজনই তৃণমূলের কর্মী-সমর্থক বলে এলাকায় পরিচিত ৷ পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে দু'জন জখম হয় ৷ নাম শ্যামল মুর্মু ও শ্যামল ব্যানার্জি ৷ পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ৷ নামানো হয় কমব্যাট ফোর্সও ৷
32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মানস রায় জানান," নির্মীয়মাণ আবাসন প্রকল্পে কাঁচামাল দেওয়া এবং সেখানে কর্মী নিয়োগের রাশ কাদের হাতে থাকবে, তাই নিয়েই এই ভুল বোঝাবুঝি । দুজন জখম হয়েছে । আমি এলাকায় ছিলাম ৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ।"