পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুর্গাপুর ডিপো থেকে চালু হল SBSTC-র বাস পরিষেবা - Is bus service start in west bengal

আজ থেকে দুর্গাপুর ডিপো থেকে সরকারি বাস পরিষেবা ফের চালু হল। বিভিন্ন রুটে চলবে এই বাস। তবে প্রথম দিনে যাত্রী সংখ্যা খুবই কম। লকডাউনের কারণে এতদিন এই বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

Bus
Bus

By

Published : May 27, 2020, 4:25 PM IST

দুর্গাপুর, 27 মে: দীর্ঘদিন পর আজ দুর্গাপুর ডিপো থেকে কলকাতাসহ বেশকিছু রুটে SBSTC-র বাস পরিষেবা চালু হল। তবে খুব বেশি যাত্রী দেখা যায়নি। দুর্গাপুর থেকে প্রায় 12টি বাস কলকাতাসহ বিভিন্ন রুটে চালু করা হয়। প্রসঙ্গত, আজ থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার 72টি রুটে বাস পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ।

দুর্গাপুর ডিপো থেকে আজ বেশ কয়েকটি রুটে সরকারি বাস পরিষেবা চালু হয়। তবে খুব বেশি যাত্রীর দেখা মেলেনি । দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাল থেকে করুণাময়ী, ধর্মতলা, পূর্ব বর্ধমান ,আরামবাগ , বাঁকুড়াসহ বেশ কয়েকটি রুটে SBSTC-র বাস চলাচল শুরু হয়। এমনিতেই যাত্রী সংখ্যা খুব কম থাকায় সামাজিক দূরত্ব মেনে সকলে বাসে যাত্রা করেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা থেকে বলা হয়েছে, আজ থেকে যে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে সেকথা জানেন না অনেকেই। আগামী দিন থেকে হয়ত বেশি যাত্রী পাওয়া যাবে।

তবে অনেকের মতে, কোরোনা আতঙ্ক থেকেই হয়ত বেশিরভাগ মানুষ বাইরে বেরোতে চাইছেন না। সেই কারণে হয়ত যাত্রী সংখ্যা কম।

ABOUT THE AUTHOR

...view details