দুর্গাপুর, 3 মে : পার্টি অফিসের দখল কোন পক্ষের হাতে থাকবে, সেই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের অভিযোগ উঠল (TMC Inner Clash in Ward No 15 of Durgapur Municipal Corporation) ৷ দুর্গাপুর পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ডের বেনাচিতি অগ্রণীর পাশে তৃণমূলের এই কার্যালয়ের দখলকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ (TMC Factionalism Over Possession in Party Office) ৷ ওই ঘটনায় বিট্টু সান্যাল নামে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায়ের কাছে ওই নেতার বিরুদ্ধে অভিযোগ জানালেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তী ৷
অশান্তির সূত্রপাত গতকাল অর্থাৎ সোমবার রাত থেকে ৷ বেনাচিতির অগ্রণী গলির এই তৃণমূল পার্টি অফিসে বসেন তৃণমূল কাউন্সিলর অসীমা চক্রবর্তী ৷ অভিযোগ, বিট্টু সান্যাল গতকাল রাতে ওই পার্টি অফিসের সামনে গিয়ে চিৎকার শুরু করেন ৷ পার্টি অফিস কেন বন্ধ, সেই প্রশ্ন করেন তিনি ৷ অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের অনুগামী বলে পরিচিত মানবেন্দ্র সাহাকে মারধর করেন তিনি ৷ এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ বিট্টু সান্যাল নামে স্থানীয় ওই তৃণমূল নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় ৷
সেই খবর পেয়ে বিট্টু সান্যালের অনুগামীরা তৃণমূলের বেনাচিতির অগ্রণী গলির পার্টি অফিসের সামনে বিক্ষোভ শুরু করে বলে অভিযোগ ৷ কাউন্সিলর অসীমা চক্রবর্তীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা ৷ অবিলম্বে বিট্টু সান্যালকে ছেড়ে দেওয়ার দাবি জানান তাঁর অনুগামীরা ৷