পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জিতলেন আলুওয়ালিয়া, পুনর্গণনার দাবি তৃণমূলের - বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পুনর্গণনার দাবি করল তৃণমূল । লিখিতভাবে রিটার্নিং অফিসারকে এই দাবি জানানো হয়েছে ।

তৃণমূল কংগ্রেসের পুনর্গণনার দাবি

By

Published : May 23, 2019, 10:48 PM IST

দুর্গাপুর, 23 মে : বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে পুনর্গণনা করা হোক । লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে এই দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল নেতৃত্ব । রাতে জেলা শাসকের অফিসের সামনে মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে অবস্থান শুরু হয়েছে ।

সকাল থেকেই এই কেন্দ্রে কখনও তৃণমূল ও BJP প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় । কিন্তু শেষ পর্যন্ত এই কেন্দ্রে গণনা শেষে দেখা যায় 2439 ভোটে জিতেছেন BJP-র সুরিন্দর সিং আলুওয়ালিয়া । জেতার পর তাঁকে নির্বাচন কমিশনের তরফে সার্টিফিকেটও দেওয়া হয় । কিন্তু যখন সুরিন্দর সিং আলুওয়ালিয়া 1839 ভোটে এগিয়ে ছিলেন তখনই তৃণমূলের পক্ষ থেকে এই কেন্দ্রে পুনর্গণনার দাবি জানানো হয় ।

বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ দাস অভিযোগ করেন, "8টি EVM-এর সিল খোলা যায়নি । যদিও সেগুলির VVPAT গণনা করা হয়েছে । কিন্তু আমরা মনে করছি এই কেন্দ্রে যে সমস্ত EVM ছিল তার অনেকগুলিতে গন্ডগোল ছিল । সুতরাং এই ফল আমাদের মনঃপূত হয়নি । তাই আমরা এই কেন্দ্রের সমস্ত ভোটের পুনর্গণনার দাবি জানিয়েছি।" তৃণমূলের কর্মী-সমর্থকরা গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পুনর্গণনার দাবিতে স্লোগানও তোলেন । রিটার্নিং অফিসার অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ।

ABOUT THE AUTHOR

...view details