পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

''সেফ ড্রাইভ, সেভ লাইফ'' থিমে সেজে উঠছে দুর্গাপুরের উর্বশীর মণ্ডপ - Puja

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিমের ভাবনাও অভিনব ৷ 16 বছরে পড়ল তাদের পুজো ৷

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিমের ভাবনাও অভিনব ৷ 16 বছরে পড়ল তাদের পুজো ৷

By

Published : Oct 2, 2019, 8:33 PM IST

Updated : Oct 2, 2019, 8:41 PM IST

দুর্গাপুর, 2 অক্টোবর: আজ মহাচতুর্থী ৷ ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষদের একাংশ ৷ উৎসবে সামিল মানুষদের একটা বড় উৎসাহের জায়গা থিম পুজো ৷ থিমে পিছিয়ে নেই দুর্গাপুরও ৷

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপসজ্জার ভাবনাও অভিনব ৷ 16 বছরে পড়ল তাদের পুজো ৷ থিম "সেফ ড্রাইভ, সেভ লাইফ"। চঞ্চল আচার্যর ভাবনায় এবার উর্বশীর পুজোর ভাবনা সামাজিক বার্তা দেওয়া ৷ গাড়ি চালানোর সময় হেলমেট পরার বার্তাই চলতি বছরের অভিনব ভাবনা । অভিনবত্বের ছাপ মণ্ডপের সর্বত্র । এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা কতটা ।

এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা কতটা ।

একটি হাতিকেও দেখানো হয়েছে হেলমেট পরিধান করে নিজের নিরাপত্তা সুনিশ্চিত রেখেই বাইক চালাতে । শিল্পী চঞ্চল আচার্য বলেন, '' গোবর, ধানের তুষ, কাঠ, প্লাইউড এই দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ । সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে মাটির প্রতিমা । ''সেফ ড্রাইভ, সেভ লাইফ'' একটি আন্দোলনে পরিণত হয়েছে জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে । প্রশাসনিক উদ্যোগে এই বার্তার প্রচার দেখা গেছে ৷ এবার উৎসবের আঙিনায় একটি সামাজিক বার্তা সাধারণের সামনে তুলে ধরল উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷

Last Updated : Oct 2, 2019, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details