দুর্গাপুর, 4 মে: জীবাণুমুক্ত করা হল দুর্গাপুর স্টেশন বাজার । দুর্গাপুর নগর নিগমের তরফে দমকল বিভাগের সহায়তায় সেখানে জীবাণুনাশক ছড়ানো হয় ।
পশ্চিম বর্ধমান জেলা অরেঞ্জ জ়োনে থাকলেও দুর্গাপুরে এখনও কোরোনা আক্রান্তের খোঁজ মেলেনি । তবুও তৎপর পুলিশ, দুর্গাপুর নগর নিগম ও মহকুমা প্রশাসন । দুর্গাপুরের বিভিন্ন বাজার এলাকাগুলি জীবাণুমুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ।
জীবাণুমুক্ত করা হল দুর্গাপুর স্টেশন বাজার
দুর্গাপুরের একাধিক বাজার জীবাণুমুক্ত করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে । এবার দুর্গাপুর স্টেশন বাজারে জীবাণুনাশক ছড়ানো হল ।
স্টেশন বাজার
দুর্গাপুর স্টেশন বাজার খুবই ঘিঞ্জি। হাজার হাজার বাসিন্দা এই বাজারের উপর নির্ভরশীল। তাই সোমবার নির্ধারিত সময়ের আগেই বাজার বন্ধ করে দিয়ে দুর্গাপুর নগর নিগমের তরফে সেখানে জীবাণুনাশক ছড়ানো হয়। এর আগেও এই বাজারের দোকান ঘরগুলিকে জীবাণুমুক্ত করা হয়েছিল ।
বিভিন্ন এলাকায় যে বাজারগুলি রয়েছে সেগুলি জীবাণুমুক্ত করার জন্য সোডিয়াম হাইপোক্লোরাইড ছড়ানো হবে বলে জানানো হয় দুর্গাপুর নগর নিগমের তরফে ।