পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কুয়াশায় মোড়া শিল্পশহর, দেরিতে চলছে ট্রেন ও বিমান - লোকাল ও এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে

কুয়াশার দাপটে অণ্ডাল বিমানবন্দর থেকে দিল্লিগামী উড়ান দেরিতে ছাড়বে । বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে ।

air craft leave late
কুয়াশার দাপটে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে

By

Published : Jan 4, 2020, 9:39 AM IST

Updated : Jan 4, 2020, 5:20 PM IST

অন্ডাল, 4 জানুয়ারি : কুয়াশার দাপটে অন্ডাল থেকে দিল্লি গামী বিমান দেরিতে ছাড়বে । একথা অন্ডাল বিমানবন্দর দপ্তর সূত্রে জানা গিয়েছে । অন্যদিকে শিল্প শহর দুর্গাপুরে কুয়াশার দাপটে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে ।

কয়েকদিন আগে প্রবল শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে কুয়াশা ঢেকে দিয়েছিল শহরকে । শনিবার সকাল থেকে কুয়াশাচ্ছন্ন শিল্পশহর । অগ্নিবীণা এক্সপ্রেস, ইন্টারসিটি এক্সপ্রেস সহ বেশ কিছু লোকাল ট্রেন কুয়াশার কারণে দেরিতে চলছে । অন্ডাল বিমানবন্দর দপ্তর সূত্রে জানানো হয়েছে, অন্ডাল থেকে দিল্লিগামী বিমান দেরিতে ছাড়বে । রাস্তাঘাটে ধীরগতিতে গাড়ি চালছে ।

কুয়াশাচ্ছন্ন চারপাশ । সামান্য দূরত্বে বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না । যদিও ঠান্ডার প্রকোপ কিন্তু অনেকটা কমেছে । কুয়াশা সরিয়ে রোদ ঝলমলে দিনের অপেক্ষায় আমজনতা।

Last Updated : Jan 4, 2020, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details