পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রোলিং মেশিনে আটকে মৃত্যু শ্রমিকের - কারখানায় কর্মরত অবস্থায় মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু

বেসরকারি কারখানায় শ্রমিক মৃত্যুকে নিয়ে উত্তেজনা দেখা দিল দুর্গাপুরের কোকওভেনে । শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে

factory inciden
শ্রমিক মৃত্যুকে নিয়ে উত্তেজনা

By

Published : Jan 11, 2020, 12:16 PM IST

দুর্গাপুর, 11 জানুয়ারি : কারখানায় কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হল । ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার বেসরকারি কারখানায় । ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় শ্রমিকরা ।

আজ ভোর পাঁচটা নাগাদ দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার এক বেসরকারি কারখানায় রোলিং মিলে কাজ করতে গিয়ে মেশিনে আটকে যান প্রশান্ত আকুলি ( 30) নামে এক ঠিকা শ্রমিক । ঘটনাস্থলেই মারা যান তিনি ।

শ্রমিক মৃত্যুকে নিয়ে উত্তেজনা

শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কারখানার ভিতরে। ঘটনাস্থানে আসে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ। প্রায় ঘণ্টা চারেক পেরিয়ে গেলেও সমস্যার সমাধান হয় নি । শ্রমিকদের অভিযোগ, এই কারখানায় কোনও নিরাপত্তা দেয় না । অথচ নিরাপত্তা জন্য জরিমানা কাটা হয় । কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ধরনের ঘটনা ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details