পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP's Meeting on DMC Poll : পৌরনিগমের ভোটে ভাল ফল করতে দুর্গাপুরে সুকান্তর সাংগঠনিক বৈঠক - বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

আগামী অগস্টেই শেষ হচ্ছে দুর্গাপুর পৌরনিগমের মেয়াদ ৷ তার পর যেকোনও সময় ভোট হতে পারে (Durgapur Municipal Corporation Election) ৷ তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি ৷ বৃহস্পতিবার এই নিয়ে দুর্গাপুরে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ৷

sukanta-conducts-organisational-meeting-with-bjp-leaders-ahead-of-dmc-election
BJP's Meeting on DMC Poll : পৌরনিগমের ভোটে ভাল ফল করতে দুর্গাপুরে সুকান্তর সাংগঠনিক বৈঠক

By

Published : May 12, 2022, 7:07 PM IST

দুর্গাপুর, 12 মে : পাখির চোখ দুর্গাপুর পৌরনিগমের নির্বাচন (Durgapur Municipal Corporation Election) । চলতি বছরের অগস্টে শেষ হচ্ছে দুর্গাপুর পৌরনিগমের বর্তমান বোর্ডের মেয়াদ । বিজেপির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি শুরু হল পূর্ণদ্যোমে । দুর্গাপুরে বিজেপির সদর কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Bengal BJP President Sukanta Majumder) নেতৃত্বে আয়োজিত হল দুর্গাপুর পৌরভোট বিষয়ক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক (Sukanta Conducts Organisational Meeting with BJP Leaders ahead of DMC Election) ।

আসানসোল জেলা নেতৃত্ব ও কর্মীরা ওই বৈঠকে নিজেদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন বলে খবর ৷ পরে সুকান্ত মজুমদার জানান, স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে কি না জানি না ? কারণ, তৃণমূল কংগ্রেস সুষ্ঠ ভোট হতে দিতে চায় চায় না ।

BJP's Meeting on DMC Poll : পৌরনিগমের ভোটে ভাল ফল করতে দুর্গাপুরে সুকান্তর সাংগঠনিক বৈঠক

রাজ্যে এর আগের পৌরনির্বাচনগুলোতে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে গেরুয়া শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল । সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘স্বচ্ছ ভাবমূর্তির, দক্ষ সংগঠকদের এবার বেছে নেওয়া হবে । তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গেরুয়া শিবিরে নির্দিষ্ট কমটি এবং জেলা নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷’’

আরও পড়ুন :Sukanta on Babul's Oath : ফাঁদে পড়ে বগা কাঁদে, বাবুলের শপথ-বিতর্ক নিয়ে কটাক্ষ সুকান্তর

ABOUT THE AUTHOR

...view details