পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আট বন্ধুর অনন্য 'প্রচেষ্টা', উপকৃত দরিদ্র, অসহায় মানুষ - durgapur

দুর্গাপুরের B-জ়োন কাশীরাম দাস স্ট্রীট সংলগ্ন বাসস্ট্যান্ড ৷ এখানে বসেই আড্ডা দিতেন আট বন্ধু ৷ গত রবিবার এখানেই তাঁরা দরিদ্রদের হাতে তুলে দেন বস্ত্র ৷ আজও একইভাবে অসহায় মানুষের হাতে জামা-কাপড় তুলে দিলেন 'প্রচেষ্টা'-র সদস্যরা ৷ সেইসঙ্গে দিলেন চা, জল, বিস্কুট ও মিষ্টির প্যাকেট ৷

story of Prachesta of Durgapur
প্রচেষ্টা

By

Published : Dec 8, 2019, 11:36 PM IST

Updated : Dec 9, 2019, 12:08 AM IST

দুর্গাপুর, 8 ডিসেম্বর : সারাদিনের কর্মব্যস্ততার পর বাসস্ট্যান্ডে আড্ডা ৷ আর আড্ডা মারতে মারতেই ভাবনা, সমাজের জন্য ভালো কিছু যদি করা যায় ৷ আর সেই ভাবনার বাস্তবায়ন 'প্রচেষ্টা' ৷ প্রতিবেশী-পরিচিতদের বাড়ি বাড়ি গিয়ে আবেদন, "ব্যবহার করেন না এমন বস্ত্র দিন ৷ " সেই বস্ত্র সংগ্রহ করে দরিদ্রদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন ওরা ৷

দুর্গাপুরের B-জ়োন কাশীরাম দাস স্ট্রীট সংলগ্ন বাসস্ট্যান্ড ৷ এখানে বসেই আড্ডা দিতেন আট বন্ধু ৷ গত রবিবার এখানেই তাঁরা দরিদ্রদের হাতে তুলে দেন বস্ত্র ৷ আজও একইভাবে অসহায় মানুষের হাতে জামা-কাপড় তুলে দিলেন 'প্রচেষ্টা'-র সদস্যরা ৷ সেইসঙ্গে দিলেন চা, জল, বিস্কুট ও মিষ্টির প্যাকেট ৷

দেখুন ভিডিয়ো...

'প্রচেষ্টা'-র অন্যতম সদস্য কৌশিক মুখার্জি বলেন, "আমরা সাত-আটজন বন্ধু মিলে কাজের পর এখানে আড্ডা দিতাম ৷ হঠাৎ সবার মাথায় এল কিছু করা দরকার ৷ শীত আসছে ৷ অনেকেই শীতে গরম পোশাক পরতে পারে না ৷ সেই ভেবে প্রথমে আমরা নিজেরা কিছু জামা-কাপড় সংগ্রহ করলাম ৷ তারপর পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্পেন করলাম ৷ সাড়া পেলাম ৷ এরপর এক জায়গায় সব জামা-কাপড় সংগ্রহ করলাম ৷ অনেকে নতুন শাড়ি, জামা তুলে দিয়েছেন ৷ আমরা জামা-কাপড়ের সঙ্গে একটু চা, জল, বিস্কুট, মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছি ৷ আজ দ্বিতীয় রবিবার আমরা সবার হাতে এগুলো তুলে দিচ্ছি ৷ " তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করছি, আগামীদিনে যেন আরও প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের হাতে জামা-কাপড় তুলে দিতে পারি ৷ "

'প্রচেষ্টা'-র সদস্যদের তরফে জানা গেল, আটজন বন্ধু মিলে শুরু করেছিলেন এই কাজ ৷ কিন্তু এখন তাঁদের পাশে রয়েছেন আরও 100 জন ৷ অনেকে নানা ভাবে সাহায্য করছেন ৷

Last Updated : Dec 9, 2019, 12:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details