পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শূন্যপদে নিয়োগ 50 সিভিক দমকলকর্মী - পশ্চিম বর্ধমান

রাজ্যের অগ্নিনির্বাপন কেন্দ্রগুলিতে কর্মীসংখ্যায় ঘাটতি মেটাতে পশ্চিম বর্ধমান জেলার 4 টি কেন্দ্রে 50জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে ৷ তাদের আপাতত একমাস দুর্গাপুর অগ্নিনির্বাপন কেন্দ্রে প্রশিক্ষণ চলছে ৷

State Government recruit 50 civic Fire Fighter to fill up the vacant posts
শূন্যপদে নিয়োগ 50 সিভিক দমকলকর্মী

By

Published : Mar 4, 2020, 12:29 PM IST

দুর্গাপুর, 4 মার্চ: সিভিক পুলিশের পর এবার সিভিক দমকল কর্মী ৷ শূন্যপদ পূরণে সিভিক কর্মীদের উপরই ভরসা রাজ্য সরকারের ৷

রাজ্যের অগ্নিনির্বাপন কেন্দ্রগুলিতে কর্মীসংখ্যায় ব্যাপক ঘাটতি ৷ সেই শূন্যপদ পূরণ করতে পশ্চিম বর্ধমান জেলার 4টি কেন্দ্রে 50 জন অস্থায়ী কর্মীকে নিয়োগ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে ৷ প্রশিক্ষণ শেষে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর ও পানাগড় -এই চারটি দমকল কেন্দ্রে ৫০ জনকে নিয়োগ করা হবে । আপাতত তাঁদের প্রশিক্ষণ চলছে দুর্গাপুর অগ্নিনির্বাপন কেন্দ্রে ৷

অগ্নিনির্বাপক কেন্দ্রে শূন্যপদ মেটাতে আপাতত ভরসা এই অস্থায়ী কর্মীরাই । সূত্রের খবর, মাসে 26 দিন কাজ করতে হবে অস্থায়ী কর্মীদের ৷ প্রায় 14 হাজার টাকা বেতন দেোয়া হবে সরকারের পক্ষ থেকে । দমকল দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত এক মাস প্রশিক্ষণ চলবে এই 50 জনের ।

50 সিভিক দমকলকর্মীর প্রশিক্ষণ চলছে দুর্গাপুর অগ্নিনির্বাপন কেন্দ্রে

পশ্চিম বর্ধমান জেলার ৪টি দমকল স্টেশনে কর্মীসংখ্যা একেবারে তলানিতে ঠেকেছিল । যে কারণে স্থায়ী দমকলকর্মীদের উপর কাজের চাপ বাড়ছিল । চাপ কমাতেই তড়িঘড়ি দমকল দপ্তরের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷ রাজ্য সরকার বিভিন্ন বিভাগে স্থায়ী কর্মী থেকে অস্থায়ী কর্মী নিয়োগ করেই শূন্যপদের ঘাটতি মেটাতে আপাতত তৎপর ।

ABOUT THE AUTHOR

...view details