দুর্গাপুর, 28 মার্চ : বিপুল পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ (Six Fire Arms Recovered with Huge Amount of Bullets in Pandaveswar) ৷ আসানসোলের উপনির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগ, ধৃত ব্যাক্তি বিজেপির লোক ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, ধৃত দুষ্কৃতী শাসকদলের ছত্রছায়ায় কাজ করছিল ৷
গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থানার পুলিশ ডালুরবাঁধ 8নং পিট এলাকা থেকে সিকিউরিটি এজেন্সির এক কর্মীর বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ৷ সঞ্জয় মোদি নামে ওই ব্যক্তির বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে প্রায় 70 রাউন্ড কার্তুজ ও 6টি দেশি পাইপগান উদ্ধার করে ৷ পুলিশ সঞ্জয় মোদিকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল আগ্নেয়াস্ত্র কী কারণে মজুত করা হয়েছিল, আর এর পিছনে কারা রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷